মেক্সিকোর বিপক্ষে আর ভুল করতে চান না মেসি
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’সৌদি আরবের কাছে হারের পর কাতার বিশ্বকাপেরন গ্রুপ পর্ব পেরোনো কঠিন হয়ে গেছে মেসিদের জন্য। মেক্সিকোর বিপক্ষে সামনের ম্যাচটি তাদের জন্য একরকম বাঁচা-মরার লড়াই। ম্যাচটির আগে দলটির অধিনায়ক লিওনেল মেসি জানালেন, জয়ের কোনো বিকল্প দেখছেন না তিনি।
শনিবার রাতে (২৭ নভেম্বর) মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। যদিও কাগজে-কলমে এগিয়ে আর্জেন্টিনাই। তবে তাদের খারাপ দিনে চেপে ধরতে পারে মেক্সিকোও।
মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে ৩৫ বছর বয়সী মেসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমাদের হয় জিততে হবে, নয় জিততে হবে।”
মেক্সিকোর বিপক্ষে সৌদি আরবের সঙ্গে করা ভুলের পুনরাবৃত্তি করতে চাইছেন না মেসি। তিনি বলেন, “ভুলগুলো শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের ওপর। আর আমাদেরকে নিজেদের মৌলিক বিষয়গুলোতে ফিরে যেতে হবে।”
বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনবার খেলেছে আর্জেন্টিনা। প্রতিবারই তারা জয় পেয়েছে।
১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মেক্সিকো। সে লড়াইয়ে ৬-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে দুই দলের মধ্যকার তিনটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে শেষবার ২০১০ সালে ৩-১ গোলে জিতেছিল মেসিরা।