গ্রুপ পর্ব থেকে বাদ চার বারের চ্যাম্পিয়নরা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শেষ ষোলোয় উঠতে হলে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে জেতা ছাড়া কোনও উপায় ছিল না জার্মানির। শুরুটা সে ভাবেই করেছিলেন থমাস মুলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে সব এলোমেলো হয়ে গেল। পিছিয়ে পড়ে কোস্টারিকার বিরুদ্ধে জিতলেও শেষ ষোলোয় যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাদের। গোল পার্থক্যে গ্রুপের তিন নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি।

সেই সঙ্গে স্বপ্নভঙ্গ হল কোস্টারিকারও। জার্মানিকে হারাতে পারলে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল তাদের। কারণ, গ্রুপের অন্য ম্যাচে স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারল না কোস্টারিকা। পর পর তিনটে গোল করে জিতে গেল জার্মানি। ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল কোস্টারিকার।

কোস্টারিকার বিরুদ্ধে প্রথম থেকেই দাপট দেখানো শুরু করে জার্মানি। আক্রমণাত্মক ফুটবল খেলছিল তারা। ১০ মিনিটের মাথায় হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন সার্জ ন্যাব্রি। গোল করার পরেও ব্যবধান বাড়াতে মরিয়া ছিলেন মুলাররা। কোস্টারিকার অর্ধেই পুরো খেলা হচ্ছিল। রক্ষণে নেমে গিয়েছিল কোস্টারিকার পুরো দল। কিন্তু প্রথমার্ধে আর গোল করতে পারেনি জার্মানি।

দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে কোস্টারিকা। জার্মানির গোলের দিকে এগোতে থাকে তারা। ফলও মেলে। ৫৮ মিনিটের মাথায় তাজেদার গোলে সমতা ফেরায় কোস্টারিকা। গোল খেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় জার্মানি। কারণ গোল করা ছাড়া কোনও উপায় ছিল না তাদের। কিন্তু খেলার গতির বিপরীতে ৭০ মিনিটের মাথায় ন্যুয়েরের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কোস্টারিকা।

খেলা সেখানেই শেষ হয়ে গেলে জার্মানির পাশাপাশি স্পেনও ছিটকে যেত বিশ্বকাপ থেকে। কিন্তু সেটা হল না। ৭৩ মিনিটে সমতা ফেরালেন কাই হাভের্ৎজ। ৮৫ মিনিটের মাথায় আবার গোল করলেন তিনি। ৮৯ মিনিটে দলের চতুর্থ গোল করলেন নিকলাস ফুলকুর্গ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে ম্যাচ জিতল জার্মানি।

কিন্তু জিতেও শেষরক্ষা হল না তাদের। স্পেন ও জার্মানি দু’দলেরই পয়েন্ট তিন ম্যাচ খেলে ৪। গোল পার্থক্যে পরের রাউন্ডে গেল স্পেন। অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

   

আগ্রাসী মুস্তাফিজে শুরুতেই নেই কিউদের দুই ওপেনার



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত ম্যাচেও নিউজিল্যান্ডকে ভুগিয়েছিল মুস্তাফিজ। এ ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের তারকা এই পেসার। পাওয়ার প্লেতে তার আগ্রাসী বোলিংয়ে এরইমধ্যে দুই ওপেনারকে ফিরতে হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ ওভার শেষে ৩৬ রান খরচায় ৩ উইকেট। দুটো উইকেট তুলেছেন মুস্তাফিজ। এই মুহূর্তে উইকেটে থিতু হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন টম ব্লান্ডেল ও হ্যানরি নিকোলাস।

এদিন বল হাতে তুলে নিয়ে ইংনিসের তৃতীয় ওভারেই কিউই ওপেনার উইল ইয়াংকে শূন্য রানে সাজঘরে ফেরান মুস্তাফিজ। তার বলে উইকেটের পেছনে ক্যাট তুলে দেন ইয়াং। এরপর সপ্তম সপ্তম ওভারে এসে আরেক ওপেনার ফিন অ্যালেনকেও ফেরান তিনি। ১৫ বলে ১২ রান করে ফিজের দ্বিতীয় শিকার হন এই ওপেনার।

খানিক পর অভিষিক্ত খালেদ আহমেদ এসে মুস্তাফিজকে সঙ্গ দেন উইকেট তোলায়। ওয়ানডে অভিষেকের প্রথম ওভারেই উইকেট পেয়ে যান তিনি। ফেরান ১৪ রানে থাকা চ্যাড বোয়েসকে।

;

রানে ফিরে সূর্য বললেন ‘বলের রঙ একই’



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ালেও ওয়ানডেতে জায়গা ধরে রাখতে লড়ছিলেন সূর্যকুমার যাদব। সবশেষ ১০ ওয়ানডের মধ্যে ৪ টিতেই শূন্য রানে আউট হওয়ায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা নিয়েও ছিল প্রশ্ন। অবশেষে যেন হাফ ছেড়ে বাঁচলেন সূর্য। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা পেলেন ফিফটির। এখন অপেক্ষা টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও দলের অপরিহার্য হয়ে উঠা। ম্যাচ শেষে সেই কথায় সংবাদ মাধ্যমে শুনিয়েছেন সূর্য।

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতের ৫ উইকেটের জয়ের ম্যাচে ৪৯ বলে ৫০ রান করেন সূর্য। এরপর অবশ্য ম্যাচের খুব বেশি সময় বাকিও ছিল না। তাই ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ ছিল সূর্যের কণ্ঠে, ‘আমি যখন এই ফরম্যাটে খেলতে শুরু করি তখন আমি এটাই স্বপ্ন দেখছিলাম। যতটা সম্ভব শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করেছি এবং দলের হয়ে খেলাটি শেষ করতে চেয়েছি। আজ তা করতে না পারলেও নতুন ভূমিকায় মানিয়ে নিতে পেরেছি।’

সূর্য আরও বলেন, ‘বলের রং একই। দলগুলোও একই। বোলাররাও একই। আমার মনে হয় আমি একটু তাড়াহুড়ো করছিলাম। ভাবলাম, একটু বেশি সময় নেওয়া যাক। নিজেকে শান্ত করেছি এবং নিজেকে বলেছি সময় নিয়ে গভীরভাবে ব্যাট করার চেষ্টা করুন।’

এদিন অস্ট্রেলিয়াকে ২৭৬ রানে আটকে ফেলতে বোলিংয়ে বড় ভূমিকা ছিল মোহাম্মদ শামির। ৫১ রান খরচায় ৫ উইকেট তুলে ম্যাচের নায়ক তিনি। ম্যাচ শেষে ভালো বলার করার রহস্য নিয়ে শামি বলেন, ‘আপনি যখন একটি দল তৈরি করেন, তখন কন্ডিশন, পরিস্থিতি বা প্রতিপক্ষের উপর নির্ভর করে খেলোয়াড়দের অদলবদল করে খেলানোর ক্ষেত্রে কোচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগের কয়েকটি সিরিজেও আমরা ভালো ফলাফল করেছি। বিশ্রাম দিয়ে খেলানোর এই নীতি ভালোভাবে কাজ করছে। আমি মনে করি না বিশ্বকাপের আগে ব্যাক-টু-ব্যাক গেম খেলে আমাদের বড় ভার নেওয়ার কোনো দরকার আছে।’

;

বৃষ্টি নেই মিরপুরে, ফিল্ডিংয়ে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বৃষ্টির শঙ্কা দূরে ঠেলে মিরপুরে নির্ধারিত সময়েই হয়েছে টস। যেখানে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা। বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব। এ ম্যাচে অভিষেক হতে যাচ্ছে খালেদ আহমেদের। দলে যোগ দিয়েছেন হাসান মাহমুদ।

এদিকে বিশ্বকাপের আগে স্কোয়াড নির্বাচন করতে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজটি। এই সিরিজের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড বাছাই করবে নির্বাচকরা। তাই আজ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি শেষে করা না গেলে স্কোয়াড নির্বাচন নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে নির্বাচকদের।

মিরপুরের আবহাওয়ার পূর্বাভাসে আগের ম্যাচের মতোই দুপুর, বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা অনেকবেশি। ম্যাচ পুরোপুরি হওয়ার ক্ষেত্রেও রয়েছে শঙ্কা।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিও পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সে ম্যাচে শুরুতে কিউইদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেট খরচায় ১৩৬ রান করে সফরকারীরা। বাংলাদেশি বোলারদের মধ্যে ৭ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। অপর দুই উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ৮ ওভার হাত ‍ঘুরিয়ে ২১ রান খরচায় ২ উইকেট তুলেন নাসুম। দীর্ঘদিন পর দলে ফেরা মাহমুদউল্লাহকেও দেখা গেছে হাত ঘুরাতে। চার ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচ করেছেন তিনি। পাননি উইকেটের দেখা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

;

ভিসা জটিলতায় আটকে আছে বাবরদের ভারত যাত্রা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপে সেরাটা পেতে বাবরদের জন্য দুবাইয়ে অনুশীলন ক্যাম্প করতে চেয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হচ্ছে না। ভিসা জটিলতায় দুবাই ট্রিপ বাতিল করতে হয়েছে পিসিবিকে। এমনকি ভারতে যাওয়ার ভিসাও এখনও হাতে পায়নি দলটি। এমনটিই জানানো হয়েছে ক্রিকইনফোর প্রতিবেদনে।

মূলত, ভারত বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখনও ভিসা হাতে পায়নি পাকিস্তান দল। এদিকে বিশ্বকাপ মাঠে গড়ানোর খুব বেশি সময় বাকি নেই। এই অবস্থায় তাই দুবাই সফর বাতিল করে ভারত সফরের ভিসা জটিলতা কাটাবে পিসিবি।

বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছে, ভিসা পেতে দেরি হওয়ায় কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া দলগুলোর মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সব দলের ভিসা হয়ে গেছে। তবে খুব শিগগিরই এই দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে তৈরি হওয়া ভিসা জটিলতা কাটিয়ে ভারতে পৌঁছাবে পাকিস্তান; এমনটাই আশা করছেন তারা।

সব ঠিক থাকলে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে আগামী বুধবার দুবাই যাবে বাবর আজমের দল। এরপর সেখান থেকে বৃহস্পতিবার সরাসরি হায়দরাবাদে গিয়ে পৌঁছাবে তারা। এরপর সেখানে পৌঁছে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি। প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবো দর্শকবিহীন স্টেডিয়ামে।

এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান। ৬ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে দলটি মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

;