বাংলাদেশ- ইংল্যান্ড সিরিজ টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক তানভিরের

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন তানভির ইসলাম। কদিন আগে শেষ হওয়া বিপিএলে হয়েছেন যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। এমন পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পড়ে তার। প্রথম দুই ম্যাচে অভিষেক না হলেও কপাল খুলেছে শেষ টি-টোয়েন্টিতে।
ইংলিশদের হোয়াইটওয়াশ করার মিশনে তানভিরের অভিষেক করিয়েছে বাংলাদেশ। বাঁহাতি এই স্পিনারকে একাদশে নেয়া হয়েছে নাসুম আহমেদের পরিবর্তে। নিজের সেরা ছন্দে না থাকায় জায়গা হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তার পরিবর্তে শেষ ম্যাচে খেলছেন শামীম হোসেন পাটোয়ারি।
একাদশে দুই পরিবর্তনের দিনে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও একাদশ অপরিবর্তিত রেখেছে সফরকারীরা।
বাংলাদেশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হেোসেন, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ইংল্যান্ড: ফিল সল্ট, দাভিদ মালান, জস বাটলার, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ এবং জোফরা আর্চার।