‘কোহলি না বাবর, কে সেরা?’ প্রশ্নের জবাব দিলেন পাক অধিনায়ক

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আর কিছুক্ষণ পরই এশিয়া কাপে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। পাল্লেকেলেতে এই ম্যাচের আগে অবশ্য পাকিস্তান অধিনায়ক বাবর আজম ভূয়সী প্রশংসাই করলেন প্রতিপক্ষের। জানালেন, বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অনেক কিছুই শিখেছি তার কাছ থেকে। আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, আমি তার সাক্ষাৎকারগুলো দেখতাম। ২০১৯ সালে তার সঙ্গে কথা হলো আমার, তা আমাকে অনেক সাহায্য করেছে।’

বিজ্ঞাপন

তবে সে সময়টা এখন অতীত। শেষ কয়েক বছরে বাবর নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারেও। তাই কোহলির সঙ্গে বাবরের একটা তুলনাও চলে আসছে। তবে সে বিষয়ে কথা বলতে চাইলেন না বাবর। তার ভাষ্য, ‘সেটা সমর্থকদের জন্য তোলা থাক। আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। সবারই নিজস্ব দৃষ্টিকোণ আছে। আমাদের মধ্যে পারস্পরিক সম্মানটা আছে। তিনি আমার সিনিয়র, জাতীয়তাকে এক পাশে রেখে সিনিয়রদের জন্য আমাদের একটা ভিন্ন রকম সম্মান কাজ করে।’

একই রকম সম্মান বাবরের প্রতিও কোহলির আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি তাকে প্রথম দিন থেকেই সম্মান করি, যা এখনো খুব একটা বদলায়নি। সম্ভবত, সে বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বসেরা, তার ব্যাটিং আমি উপভোগই করি।’