সেই মোস্তাফিজই এনে দিলেন ব্রেকথ্রু



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে চালকের আসনে বসিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শুরুর ধাক্কা সামলে নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন উইল ইয়াং এবং হেনরি নিকোলস। বাংলাদেশের অন্য বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে মোস্তাফিজকে এনে দিতে হলো আরাধ্য ব্রেকথ্রু।

১৬ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডের হাল ধরেছিলেন ওপেনার উইল ইয়াং এবং চারে নামা হেনরি নিকোলস। তৃতীয় উইকেট জুটিতে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে কিউইদের সর্বোচ্চ ৯৭ রানের জুটি গড়েছিলেন তারা। বাউন্ডারি-ওভার বাউন্ডারির প্রলোভন ত্যাগ করে এক-দুই রান করে নিয়ে, দ্রুতলয়ে প্রান্ত বদলে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত এনে দেয়ার চেষ্টায় ছিলেন তারা।

তবে মোস্তাফিজুর রহমান বাদ সাধলেন। নিকোলসকে ৪৪ রানে ফেললেন লেগ বিফোরের ফাঁদে ফেললেন। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। ১১৩ রানে তৃতীয় উইকেট হারাল সফরকারীরা।

নিকোলস ফিরে গেলেও ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে ফিফটি তুলে নেয়া উইল ইয়াং এখনো টিকে আছেন। ব্যক্তিগত ১৮ রানে জীবন পেয়েছিলেন এই কিউই ওপেনার। তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হতে পারতেন। ইনিংসের ১৬তম ওভারে সাকিবের বল তার পায়ে আঘাত হানলেও আম্পায়ার আউট দেননি। উইকেটকিপার সোহানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রিভিউ না করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন। হকআই রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানত।

মাঠের বিগ স্ক্রিনে সেটা দেখে আফসোস করা ছাড়া কিছুই করার ছিল না বাংলাদেশের। 'জীবন' পেয়ে তা ভালোভাবেই কাজে লাগালেন ইয়াং।

   

কিউইদের সামনে শান্তদের ৩৩২ রানের লক্ষ্য 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

আগের দিনের ফর্ম বিবেচনায়, আরেকটু বড় লক্ষ্যের সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। তবে দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বড় লক্ষ্য গড়ায় প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ফিফটিতে লিড পেরোয় তিন’শয়ে। 

বিস্তারিত আসছে…

;

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগের দিনের পুরো সময়জুড়ে ম্যাচ নিজেদের দখলে রেখেছিল বাংলাদেশ। তবে সিলেট টেস্টের চতুর্থ দিনটা শুরু হলো ধাক্কা দিয়ে। ক্যাপ্টেন্সির অভিষেকে শতক পাওয়া নাজমুল হোসেন শান্ত এদিন ফিরলেন দ্বিতীয় ওভারেই। এরপর নিয়মিত বিরতিতেই উইকেত হারিয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৯৪ ওভার শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছে শান্তরা। 

আগের দিনের করা ২১২ রান থেকে দিন শুরু করে স্বাগতিকরা। কিউইদের সামনে লক্ষ্যটা বড় রাখার আশায় সেখানে প্রথম ধাক্কা আসে দ্বিতীয় ওভারেই। বিপক্ষ দলের অধিনায়ক টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। এর আগে নিজের ১৯৮ বলে ১০ চারের মারে নিজের ব্যক্তিগত খাতায় যোগ করেন ১০৫ রান। 

অপর প্রান্তে থিতু হন মুশফিকুর রহিম। তবে নিজের লাল বলের ক্রিকেটের অভিষেক রাঙাতে আরও একবার ব্যর্থ হলেন শাহাদত হোসেন দিপু। আগের ইনিংসে কিছুটা রয়েসয়ে ২৪ রান তুললেও এদিন শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক মেজাজে দেখা যায় এই ডানহাতি ব্যাটারকে। তবে বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না সেই মেজাজ। ইশ সোধির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন তিনি (১৯)।

এরপর মুশফিকে আশা দেখছিল দল। তবে দলীয় ২৭৮ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরলেন তিনিও। ১১৬ বলে করেন ৬৭ রান। নুরুল হাসান সোহানও ফিরলেন দ্রুতই। বর্তমানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ দেখেশুনে এগোচ্ছেন বড় একটা লক্ষ্য দাড় করানোর আশায়। ৩২ রানে ব্যাট করছেন তিনি।  

;

সূর্যকুমারকে অধিনায়ক করেই প্রোটিয়া সফর, বিশ্রামে রোহিত-কোহলি



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

বিশ্বকাপের পরেও যেন বিশ্রামের কোনো সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। ঘরের মাটিতে বিশ্বকাপ শেষের তিন দিন বাদেই শুরু হয়েছে অজি সিরিজ। সেটি শেষেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে পাড়ি জমাবে দল। অজি সিরিজ শেষের সপ্তাহখানেক বাদেই শুরু প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সেখানে মূল সারির বেশিরভাগ ক্রিকেটার ফিরলেও সাদা বলের দুই ফরম্যাটে বিশ্রামে থাকছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। 

আসন্ন এই সফরে সূর্যকুমার যাদবকেই রাখা হয়েছে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে, যিনি চলমান অজি সিরিজেও আছেন নেতৃত্বে। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম না করায় ওয়ানডে দলে জায়গা মেলেনি সূর্যকুমারের। 

রোহিতের জায়গায় দক্ষিণ আফিকা সফরের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন লোকেশ রাহুল। রোহিত-কোহলি ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই বিশ্বকাপের সর্বশেষ আসরের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামিও। 

চলমান অজি সিরিজ থেকে প্রোটিয়া সিরিজের টি-টোয়েন্টি দলে নেই আবেশ খান, শিবাম দুবে, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল। তবে ওয়ানডে দলে আছেন অক্ষর ও আবেশ। ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। 

প্রোটিয়া সিরিজে ভারতের টি-টোয়েন্টি দল: যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

প্রোটিয়া সিরিজে ভারতের ওয়ানডে দল: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং, দীপক চাহার। 

;

দিনের দ্বিতীয় ওভারেই ফিরলেন শান্ত



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিলেট টেস্টে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখানে ‘ক্যাপ্টেন্স নক’ খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান নাজমূল হোসেন শান্ত। গড়েন রেকর্ডও। ক্যাপ্টেন্সির অভিষেক ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তুলে নেন শতক। 

তবে চতুর্থ দিনের শুরুটা সুখকর হলো না এই বাঁহাতি ব্যাটারের। দিনের অষ্টম বলে কিউই অধিনায়কের বলে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। সাজঘরের ফেরার আগে ১৯৮ বলে ১০ চারের মারে ১০৫ রান করেন শান্ত।

৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তবে সেখানে কেবল দুই রান যোগেই উইকেট হারাল তারা। দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটে পিছনে ক্যাচ দেন শান্ত। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ ওভার শেষ ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ৫৫ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। 

 

;