যুব বিশ্বকাপে শুরুতেই বাংলাদেশের ভারত চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত
আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। এই বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। টাইগার যুবাদের গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্ট নিজেদের প্রথম ম্যাচেই মোকাবিলা করতে হবে তাদের।
চার দলের সমন্বয়ে গড়া চারটি গ্রুপে ১৬ দল নিয়ে আগামী বছরের ১৩ জানুয়ারি মাঠে গড়াবে অ-১৯ বিশ্বকাপ। গত আসরের শীর্ষ ১১ দলের সঙ্গে যোগ হয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা পাঁচ দল নামিবিয়া, নেপাল, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে ভারত ছাড়াও বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রতিটি গ্রুপের সেরা তিন দল উঠবে সুপার সিক্সে। সেখানে ১২ট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি-
১৪ জানুয়ারি, বাংলাদেশ-ভারত
১৮ জানুয়ারি, বাংলাদেশ-আয়ারল্যান্ড
২১ জানুয়ারি, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র