বৃষ্টি নেই মিরপুরে, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
বৃষ্টির শঙ্কা দূরে ঠেলে মিরপুরে নির্ধারিত সময়েই হয়েছে টস। যেখানে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা। বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব। এ ম্যাচে অভিষেক হতে যাচ্ছে খালেদ আহমেদের। দলে যোগ দিয়েছেন হাসান মাহমুদ।
এদিকে বিশ্বকাপের আগে স্কোয়াড নির্বাচন করতে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজটি। এই সিরিজের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড বাছাই করবে নির্বাচকরা। তাই আজ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি শেষে করা না গেলে স্কোয়াড নির্বাচন নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে নির্বাচকদের।
মিরপুরের আবহাওয়ার পূর্বাভাসে আগের ম্যাচের মতোই দুপুর, বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা অনেকবেশি। ম্যাচ পুরোপুরি হওয়ার ক্ষেত্রেও রয়েছে শঙ্কা।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিও পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সে ম্যাচে শুরুতে কিউইদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেট খরচায় ১৩৬ রান করে সফরকারীরা। বাংলাদেশি বোলারদের মধ্যে ৭ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। অপর দুই উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ৮ ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচায় ২ উইকেট তুলেন নাসুম। দীর্ঘদিন পর দলে ফেরা মাহমুদউল্লাহকেও দেখা গেছে হাত ঘুরাতে। চার ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচ করেছেন তিনি। পাননি উইকেটের দেখা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।