রানে ফিরে সূর্য বললেন ‘বলের রঙ একই’

ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ালেও ওয়ানডেতে জায়গা ধরে রাখতে লড়ছিলেন সূর্যকুমার যাদব। সবশেষ ১০ ওয়ানডের মধ্যে ৪ টিতেই শূন্য রানে আউট হওয়ায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা নিয়েও ছিল প্রশ্ন। অবশেষে যেন হাফ ছেড়ে বাঁচলেন সূর্য। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা পেলেন ফিফটির। এখন অপেক্ষা টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও দলের অপরিহার্য হয়ে উঠা। ম্যাচ শেষে সেই কথায় সংবাদ মাধ্যমে শুনিয়েছেন সূর্য।
গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতের ৫ উইকেটের জয়ের ম্যাচে ৪৯ বলে ৫০ রান করেন সূর্য। এরপর অবশ্য ম্যাচের খুব বেশি সময় বাকিও ছিল না। তাই ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ ছিল সূর্যের কণ্ঠে, ‘আমি যখন এই ফরম্যাটে খেলতে শুরু করি তখন আমি এটাই স্বপ্ন দেখছিলাম। যতটা সম্ভব শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করেছি এবং দলের হয়ে খেলাটি শেষ করতে চেয়েছি। আজ তা করতে না পারলেও নতুন ভূমিকায় মানিয়ে নিতে পেরেছি।’
সূর্য আরও বলেন, ‘বলের রং একই। দলগুলোও একই। বোলাররাও একই। আমার মনে হয় আমি একটু তাড়াহুড়ো করছিলাম। ভাবলাম, একটু বেশি সময় নেওয়া যাক। নিজেকে শান্ত করেছি এবং নিজেকে বলেছি সময় নিয়ে গভীরভাবে ব্যাট করার চেষ্টা করুন।’
এদিন অস্ট্রেলিয়াকে ২৭৬ রানে আটকে ফেলতে বোলিংয়ে বড় ভূমিকা ছিল মোহাম্মদ শামির। ৫১ রান খরচায় ৫ উইকেট তুলে ম্যাচের নায়ক তিনি। ম্যাচ শেষে ভালো বলার করার রহস্য নিয়ে শামি বলেন, ‘আপনি যখন একটি দল তৈরি করেন, তখন কন্ডিশন, পরিস্থিতি বা প্রতিপক্ষের উপর নির্ভর করে খেলোয়াড়দের অদলবদল করে খেলানোর ক্ষেত্রে কোচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগের কয়েকটি সিরিজেও আমরা ভালো ফলাফল করেছি। বিশ্রাম দিয়ে খেলানোর এই নীতি ভালোভাবে কাজ করছে। আমি মনে করি না বিশ্বকাপের আগে ব্যাক-টু-ব্যাক গেম খেলে আমাদের বড় ভার নেওয়ার কোনো দরকার আছে।’