ব্লানডেলকে ফেরালেন হাসান, বিপাকে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ড ইনিংসটাকে ধরে রেখেছিলেন টম ব্লানডেল। চতুর্থ উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে তার ৯৫ রানের জুটিতেই শুরুর ধাক্কা সামাল দিয়েছিল সফরকারীরা। নিকোলস ফিরে যাওয়ার পরও ব্যাটিংয়ে অনেকটা যেন কিউইদের শেষ আশা হয়ে টিকেছিলেন। কিন্তু হাসান মাহমুদের বলে ব্যক্তিগত ৬৮ রানে ভাঙল তার প্রতিরোধ। ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়েছে নিউজিল্যান্ড।
প্রথম ওয়ানডের মতো এবারও অল্প রানেই টপ অর্ডার হারিয়ে বসে নিউজিল্যান্ড। ৩৬ রানে সফরকারীদের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেখান থেকে নিকোলস এবং ব্লানডেলের জুটি টেনে তোলে কিউইদের।
তবে নিকোলস যখন ফিফটি থেকে এক রান দূরে, তখন বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন এই ম্যাচ দিয়ে অভিষিক্ত খালেদ আহমেদ। ছয়ে নেমে রাচিন রবীন্দ্র বেশি কিছু করতে পারেননি। ১০ রানেই তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শেখ মেহেদী হাসান।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির সম্ভাবনা আছে আজও।