ফিঞ্চের নজরে বিশ্বকাপের শীর্ষ চার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এরইমধ্যে দলগুলো পৌঁছে গেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে। প্রতিবারের মতোই এবারও দলগুলোর শক্তিমত্তা-দুর্বলতা বিশ্লেষণ করে সাবেক ক্রিকেটাররাও জানাচ্ছেন তাদের মতামত। এবার সে তালিকায় যুক্ত হলেন সাবেক অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ।

চার সম্ভাব্য সেমি ফাইনালিস্টদের নাম বললেন অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিঞ্চ। তার ভবিষ্যৎবাণী মতে এবারের শীর্ষ চার দল হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

সেমি ফাইনালিস্ট হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে নিজস্ব ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ভারতকে নিয়ে তিনি বলেছেন, ‘রোহিত শর্মার নেতৃত্বে আইসিসির যেকোনো ইভেন্টেই শক্তিশালী প্রতিপক্ষ ভারত। যুক্তরাষ্ট্রে তাদের অসংখ্য সমর্থকের কারণে সেটাকে তাদের নিজেদের হোম ভেন্যু হিসেবেই মনে হবে। যা টুর্নামেন্টে পারফর্ম করতে দারুণভাবে উদ্বুদ্ধ করবে ভারতকে।‘

নিজ দেশ অস্ট্রেলিয়া সম্পর্কে তিনি বলেচন, ‘বর্তমান ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দলটিও তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দারুণ ভারসাম্যপূর্ণ। তারা নিশ্চিতভাবেই আমেরিকার মাটিতে তাদের দ্বিতীয় বিশ্বকাপ জিততে চাইবে।‘

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড নিয়ে তার মতামত, ‘ইংল্যান্ডের আসলে লক্ষ্যই থাকবে শিরোপা ধরে রাখা। তাদের শক্তিশালী ব্যাটিং আক্রমণ এবং ট্রফি জয়ের ক্ষুধা যে কোনো প্রতিপক্ষের জন্যই বড় হুমকি।‘

সবশেষে সহ-আয়োজন দেশ ওয়েস্ট ইন্ডিজ নিয়ে তিনি জানান, ‘ক্যারিবিয়ান দলটি ফ্লেয়ার এবং পাওয়ার-হিটিংয়ের জন্য বিখ্যাত। তাদেরকেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গণনা করা হচ্ছে। তাদের খেলার ধরণ এবং নকআউট পর্বে খেলার অভিজ্ঞতা তাদের বিপদজনক প্রতিপক্ষ করে তুলেছে।‘