আশা করছি শান্ত যেকোনো সময় রানে চলে আসবে: পাপন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা যেন কাটছেই না। গতবছর ভারত বিশ্বকাপ থেকে বাংলাদেশের যে রান খরা শুরু হয়েছে তা এখনো চলমান। দলের টপ অর্ডার ব্যাটারদের ফর্ম ও পারফরম্যান্স নাজেহাল। তবে তারা ভালো কিছু করার সামর্থ্য রাখেন এবং এই খারাপ সময়টা টাইগার ব্যাটাররা কাটিয়ে উঠবেন, এমনটাই বিশ্বাস করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল (রবিবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ‘সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোনদিন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে আমাদের সেটা দরকার এখনই। আমরা এটাই আশা করতে পারি যাতে তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাবে।‘

বিজ্ঞাপন

বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন। সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও যেন নিজেকে কোনোভাবেই মেলে ধরতে পারছেন না। দলের জন্য টপ অর্ডার ব্যাটারদের ফর্মে থাকা এবং রান তুলে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলাদা করে বলেছেন পাপন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

তিনি বলেন, ‘সাকিব আছে অভিজ্ঞ, মাহমুদউল্লাহ আছে। এখন আসেন আগে যারা এখন আছে এদের নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে অবশ্যই সৌম্য, লিটন, শান্তর নাম আসবে। আশা করছি শান্ত যেকোনো সময় রানে ফেরত চলে আসবে।‘

দলের তরুণদের দিয়ে ভালো কিছু আশা করছেন বিসিবি সভাপতি, ‘তানজিদ তামিমের সামর্থ্য আছে এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তাওহীদ হৃদয়েরও সামর্থ্য আছে, ওরা ভালো খেলছে। ওরা যে একেবারে খারাপ খেলছে তা না। ওরা তো একেবারে নতুন, ওদের তো এত তাড়াতাড়ি সুযোগ দেয়ারই কথা না।’