চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন সৌম্য

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্দেশ্যে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য, ভাবনা এবং সার্বিক অবস্থা নিয়ে 'গ্রিন রেড স্টোরি' শিরোনামে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের পর্বে কথা বলেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার।

বিশ্বকাপে খেলতে পারাটা সবসময়ই সৌম্যর জন্য আনন্দদায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেভাবে প্রথম ওয়ার্ল্ডকাপ খেলেছিলাম ২০১৫ সালে সেম এক্সাইটমেন্ট কাজ করবে এবারও। চেষ্টা করব ২০২৪ সালটা যেন আমার জন্য স্মরণীয় থাকে, ভাল কিছু করতে পারি আর টিমকে ভাল কিছু একটা উপহার দিতে পারি।‘

বিজ্ঞাপন

অধিনায়ক শান্তর নেতৃত্বে মুগ্ধ টাইগার ওপেনার, ‘যেভাবে ওকে মাঠের মধ্যে দেখেছি আমি ইম্প্রেস। সে টিমকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও। আমার পক্ষ থেকে গুডলাক। আশা করি ক্যাপ্টেন্সির মধ্য দিয়ে একটা সে নতুন কিছু বাংলাদেশকে উপহার দিবে।‘

একজন ব্যাটার হিসেবে রান করাটা কতটা জরুরি তা জানিয়েছেন সৌম্য, ‘একজন ব্যাটার যেখানেই রান করুক সেটা তার কনফিডেন্ট বিল্ডাপ করে। রান না করলে কখনোই একটা ব্যাটারের কনফিডেন্ট বিল্ডাপ হয় না। অবশ্যই এটা মেন্টালি সাপোর্ট করবে।‘

নিজেদের চ্যাম্পিয়ন হতে দেখতে চান সৌম্য, ‘আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। আমি বড় ড্রিম দেখতে পছন্দ করি। তো আমার টার্গেট, কেউ যদি বলে সেমিফাইনাল, না আমি বলি আমরা ফাইনাল খেলতেই যাব। বড় স্বপ্ন দেখাটা সবচেয়ে ইম্পরট্যান্ট বিষয়।‘

সমর্থকরা যেন বাংলাদেশ দলকে খারাপ সময়েও সাপোর্ট করে এবং পাশে থাকে এমনটাই আশা করেন তিনি, ‘খেলার তো আপস এন্ড ডাউন থাকেই, সবকিছু মিলিয়ে দর্শকরা যেন তাদের দিক থেকে এটাকে উৎসব হিসেবে নেয়। আমরা প্লেয়াররা আমাদের বেস্টটা দিব যেন তার মধ্য থেকেই যেন তারা আনন্দ খুঁজে নিতে পারে। আগের দুইটা ওয়ার্ল্ডকাপে ভাল কিছু করিনাই, তাই ২০২৪ টা স্মরণীয় করে রাখতে চাই।‘