কেদার যাদবের অবসর ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রমেই পাদপ্রদীপের আড়ালে চলে গিয়েছিলেন কেদার যাদব। ২০২০ সালে সবশেষ ভারতের জার্সি গায়ে চড়ানোর সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালের পর আইপিএলেও তাকে দেখা যায়নি। অবশেষে ৩৯ বছর বয়সে সব ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলে দিলেন এই ব্যাটার।

ইনস্টাগ্রামে ফটো মনটাজ পোস্ট করে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন যাদব। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘ক্যারিয়ারজুড়ে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আজ (সোমবার) বেলা ৩টা থেকে আমার অবসরের সিদ্ধান্ত কার্যকর হবে।’

বিজ্ঞাপন

২০১৪ সালের নভেম্বরে ভারতের জার্সিতে প্রথমবার ওয়ানডেতে মাঠে নেমেছিলেন যাদব। পরের বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। সবমিলিয়ে ৭৩ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টিতে ভারতের হয়ে মাঠে নেমেছেন তিনি।

তবে জাতীয় দলে অভিষেকের আগে প্রথম আইপিএল দিয়ে নজর কেড়েছিলেন যাদব। ২০১০ আইপিএলে দিল্লির হয়ে অভিষেকেই ২৯ বলে অপরাজিত ৫০ করে ক্রিকেট দুনিয়ায় নিজের জানান দেন তিনি। পরবর্তীতে কোচি টাস্কার্স কেরালা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা গেছে তাকে।