রাজত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত সপ্তাহেই জানা গিয়েছিল, তিন ফরম্যাটের কোনোটিতেই আর বিশ্বসেরার অবস্থানে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি এই খবরে বেশ হতাশ হয়েছেন সাকিবের সমর্থক এবং বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। হবেন না ই বা কেন? বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শক্তিই তো এই সাকিব!

তবে সপ্তাহটা ঘুরতে না ঘুরতেই নিজের সিংহাসনটা ফেরত পেয়ে গেলেন সাকিব আল হাসান। অবাক করা বিষয় হলো, কোনো ম্যাচ না খেলেই নিজের হারানো অবস্থান ফিরে পেয়েছেন সাকিব!

বিজ্ঞাপন

এমনটা হয়েছে মূলত গত সোমবার রাতে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বদৌলতে। গেল সপ্তাহে সাকিবের জায়গাটা দখলে নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা। প্রোটিয়াদের বিপক্ষে তিনি বল হাতে পারফর্ম করেছেন। ৩.২ ওভার বল করে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। কিন্তু ব্যাট হাতে দুই বল খেলে তিনি ফিরেছেন শূন্য রানে। যার ফলে তিনি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে নেমে গেছেন এক ধাপ নেমে তার অবস্থান এখন দুইয়ে। 

২২৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব ছিলেন দুইয়ে। হাসরাঙ্গার রেটিং পয়েন্ট কমে ২২২ হয়ে যাওয়ায় সাকিব আবারও ফিরে পেয়েছেন তার শীর্ষস্থান।