অস্ট্রেলিয়াকে জেতালেন স্টয়নিস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ট্রেবল জয়ের লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে পা রেখেছে অস্ট্রেলিয়া। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচটা ছিল তাদের। সে ম্যাচে দলটাকে প্রায় একাই জিতিয়ে দিয়েছেন মার্কাস স্টয়নিস। ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তাতে ভর করে অস্ট্রেলিয়া জিতেছে ৩৯ রানে। 

বারবাডোজে আজ অস্ট্রেলিয়া ৫০ রানে ৩ উইকেট খুইয়ে বসেছিল। তবে এরপর ডেভিড ওয়ার্নারের সঙ্গে মিলে শতরানের জুটি গড়েন স্টয়নিস। নিজে করেন ৩৬ বলে ৬৭। ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করে আউট হন। দুজনের চতুর্থ উইকেট জুটি ৬৪ বলে তোলে ১০২ রান। তাতে ভর করেই অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান। 

বিজ্ঞাপন

জবাব দিতে নামা ওমানকে শুরুতে চেপে ধরেন মিচেল স্টার্ক, তুলে নেন দুই উইকেট। এরপর দৃশ্যপটে আসেন সেই স্টয়নিস। একে একে তিন উইকেট তুলে নেন। সঙ্গে অ্যাডাম জ্যাম্পা আর নাথান এলিসও তুলে নিয়েছেন দুটি করে উইকেট। 

ওমানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস দুটি আসে দুই খানের ব্যাট থেকে। আয়ান খান করেন ৩০ বলে ৩৬, আর মেহরান খান করেন ১৪ বলে ২৬। দুজনের ব্যাটে চড়েই ওমান তিন অঙ্ক পেরিয়ে থামে ১২৫ রান তুলে। ফলে অস্ট্রেলিয়া পেয়ে যায় ৩৯ রানের সহজ এক জয়।