দোলার রেকর্ড সেঞ্চুরির পর আবাহনীর ৩৬৮ রানের জয়

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ নারী ক্রিকেটে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আবাহনীর দিলারা দোলা। ৫৪ বলে ৫ ছয় ও ১৩ চারে ১০৪ রান করেন দোলা। যা নারী ডিপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। তার দিনে সেঞ্চুরি পেয়েছেন স্বর্ণা আক্তারও। ৯০ বলে ১১৮ রানের ইনিংস খেলেন তিনি। তাতে আবাহনীর স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৪০৪।

এমন দিনে বড় জয় পাবে আবাহনী জানাই ছিল। তবে সেই জয়টা যে এত বড় হবে এমনটা বোধয় আশা করেনি আবাহনীও। শক্তিশালী আবাহনীর বিপক্ষে ২২.৪ ওভার ব্যাট করে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব। আর তাতে আবাহনী জয় পেয়েছে ৩৬৮ রানের বিশাল ব্যবধানে।

বিজ্ঞাপন

এদিন জাহানার আলমের দল ওপেনিং জুটিতেই জমা করে ফেলে ১৩৮ রান। এরপর বাকিরাও চালিয়ে খেলেছে। দোলা ও স্বর্ণা পেয়েছেন সেঞ্চুরির দেখা। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে প্রত্যাশা কুমার। শেষদিকে ১৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক জাহানারা আলম।

জাবিদ আহসানের হয়ে ৬৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন অপু হালদার। একটি করে উইকেট নেন অপর্না রানি দাস, পূরবী পাটোয়ারি ও দইমন্তি মুকেশ মৌলি।