অবশেষে বাংলাদেশের পাসপোর্ট পেলেন হামজা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অনেক প্রতীক্ষার পর বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন। হামজার মা রাফিয়া চৌধুরীর সাথে কথা বলে বিষয়টা নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

বর্তমানে লেস্টার সিটির হয়ে খেলা ২৬ বছর বয়সী এই ফুটবলার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গেল জুন মাসে বাংলাদেশ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।

বিজ্ঞাপন

বাফুফে জানাচ্ছে, তার পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সংগ্রহের জন্য এক মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত ছিল। তবে তখন তিনি ব্যস্ত প্রাক-মৌসুম নিয়ে। সেই ব্যস্ততা থেকে অবসর মিলতেই তিনি পাসপোর্টটা সংগ্রহ করেছেন হাইকমিশন থেকে।

বাফুফে এখন হামজাকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবে। ফেডারেশন প্রথমে ইংল্যান্ড এফএ-র কাছে অনাপত্তিপত্র চাইবে। কারণ হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন। এরপর হামজাকে বাংলাদেশ দলে আসার অনুমতি চেয়ে ফিফার কাছে আবেদন করবে বাফুফে।

বিজ্ঞাপন