আইপিএল নিলামে ঝড় তুলতে তৈরি এই ৫ ক্রিকেটার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে আইপিএলের বার্ষিক নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার, জেদ্দায়। এবারের আসরে ৫৭৪ জন খেলোয়াড় টুর্নামেন্টের অংশ হতে প্রস্তুত। মার্চে শুরু হতে যাওয়া মরসুমের আগে কিছু উল্লেখযোগ্য তারকা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
৩৪ বছর বয়সী এই পেসার গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে রেকর্ড ২.৯৮ মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হন। তবে দল তাকে এবার ধরে রাখেনি। স্টার্ক ১৯৩ টি২০ উইকেটে এক ভয়ংকর বোলার এবং তার বেস প্রাইস ২,৩৭,০০০ ডলার।

বিজ্ঞাপন

ঋষভ পান্ত (ভারত)
২৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও এবার তিনি নিলামে অংশ নিচ্ছেন ২,৩৭,০০০ ডলার বেস প্রাইসে। তার আক্রমণাত্মক ব্যাটিং এবং গ্লাভসের কার্যকারিতা তাকে রেকর্ডমূল্যে বিক্রির সম্ভাবনা তৈরি করেছে।

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
৪২ বছর বয়সী ইংলিশ পেসার তার টেস্ট ক্যারিয়ার শেষে প্রথমবারের মতো আইপিএলে জায়গা খুঁজছেন। ৭০৪ টেস্ট উইকেটধারী অ্যান্ডারসনের বেস প্রাইস ১,৪৮,১১৫ ডলার।

বিজ্ঞাপন

ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)
কিলার মিলার নামে পরিচিত এই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তার ১,৭৮,০০০ ডলার বেস প্রাইসে নিলামে তীব্র প্রতিযোগিতার আশা করা হচ্ছে।

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকে ১৬১ স্ট্রাইক রেটে ২২২ রান করা এই তরুণ ১,৭৮,০০০ ডলার বেস প্রাইসে নিলামে রয়েছেন। বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে, যেখানে তার পারিবারিক সংযোগও রয়েছে।