উইন্ডিজের দাপটের দিনে হাসান মাহমুদের রেকর্ড

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাসান মাহমুদ

হাসান মাহমুদ

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নতুন এক ইতিহাস লেখা হলো। বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডবুকে নিজের নাম লেখালেন হাসান মাহমুদ। আজ শনিবার টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট নিয়ে নতুন এক উচ্চতায় পা রাখেন বাংলাদেশের এই পেসার।

টেস্ট অভিষেকের বছরেই রেকর্ডের মালিক হলেন হাসান। এই ফরম্যাটে বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের কীর্তি এখন তার। শনিবার টেস্টের ২য় দিনের প্রথম ওভারেই উইকেট এনে দেন তিনি। জশুয়া ডা সিলভাকে আউট করে নতুন রেকর্ডের মালিক হন হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

এটি ছিল ২৪তম উইকেট। তার পথ ধরে ভাঙেন ১৬ বছরের রেকর্ড। পেছনে ফেলেন পেসার শাহাদাত হোসেনকে। ২০০৮ সালে ৯ টেস্টের ১৪ ইনিংসে ২৩ উইকেট নেন শাহাদাত।

২০২৪ সালে ৮ টেস্টের ১৩ ইনিংসে হাসানের উইকেট দাঁড়াল ২৫টি। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ২০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে আর দুজনের। ২০২২ সালে ইবাদত হোসেন ৮ টেস্টের ১৪ ইনিংসে নেন ২১ উইকেট। সৈয়দ খালেদ আহমেদ ২০২২ সালে ৮ টেস্টের ১৫ ইনিংসে তুলেন ২০ উইকেট। তবে বাংলাদেশ ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে টেস্টে সবচেয়ে বেশি উইকেটশিকারী স্পিনার তাইজুল ইসলাম। ২০১৮ সালে ৭ টেস্টে শিকার করেন ৪৩ উইকেট।

বিজ্ঞাপন

হাসানের রেকর্ডের দিনে হতাশা সঙ্গী হলো বাংলাদেশের। কারণ বাংলাদেশকে প্রথম ইনিংসেই রান পাহাড়ে চাপা দিতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই করতে যাচ্ছে স্বাগতিকরা। তারা টেস্টের ২য় দিনে লাঞ্চ বিরতির সময় ৭ উইকেট হারিয়ে তুলেছে ৩৩৬ রান। জাস্টিন গ্রাভেস অপরাজিত আছেন ৬৩ রানে।

এর আগে শুক্রবার প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। সন্দেহ নেই দ্বিতীয় দিনে এসে বাংলাদেশের ওপর চাপটা বাড়িয়ে দিল স্বাগতিকরা।