অবশেষে প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে আজ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

প্রিমিয়ার লিগ আজ শুরু হচ্ছে। তবে নানা কারণে লিগটি এবার বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। সব সমস্যার প্রতিবন্ধকতা পেরিয়ে আজ এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে অবশেষে।

গেল বারের রানার্স আপ মোহামেডান এসসি আজ প্রথম ম্যাচে মাঠে নামছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আজ দুপুর ২:৩০ টায় ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে তারা। 

বিজ্ঞাপন

একই সময়ে ব্রাদার্স ইউনিয়ন বনাম বাংলাদেশ পুলিশ মুখোমুখি হবে ময়মনসিংহের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বসুন্ধরা কিংস তাদের ঘরের মাঠে খেলবে চট্টগ্রাম আবাহনীর। 

তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র আর্থিক সংকটের কারণে লিগ থেকে সরে দাঁড়িয়েছে। এছাড়া খেলোয়াড়দের বেতন হ্রাস এবং বিদেশি খেলোয়াড় ছাড়া আবাহনীর খেলা লিগের প্রতিযোগিতা হ্রাস করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

বিজ্ঞাপন

সরে যাওয়া দুই দলের খেলোয়াড় প্রিমিয়ার লিগে থাকা দলগুলোয় ভাগ হয়ে গেছে। যার ফলে এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।