প্রথমবার রিকশায় ওঠে মুগ্ধ আইরিশ মেয়েরা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জীবনে প্রথমবারের মতো রিকশায় চড়ার অভিজ্ঞতা হলো আইরিশ মেয়েদের

জীবনে প্রথমবারের মতো রিকশায় চড়ার অভিজ্ঞতা হলো আইরিশ মেয়েদের

শুক্রবার ছুটির দিনে ক্রিকেটারদেরও ছিল অনেকটা ছুটির আমেজ। একদিন বাদেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশের কাছে প্রথমটিতে হেরে দল চাপে। ঠিক এমন একটা অবস্থায় আজ দারুণ এক অভিজ্ঞতা হয়ে গেল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের। জীবনে প্রথমবারের মতো রিকশায় চড়ার অভিজ্ঞতা হলো আইরিশ মেয়েদের।

বাংলাদেশের জনপ্রিয় বাহন রিকশায় ওঠার অভিজ্ঞতা নিয়েছেন আয়ারল্যান্ড দলের ক্রিকেটারও কোচিং স্টাফরা। সফরকারী দলের জন্য এই ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে নিয়ে আসায় হয় বেশ কয়েকটি রিকশা। আর একটু পর রিকশাগুলোতে উঠে বসেন আইরিশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। ইতস্তত নিয়ে ওঠে বসেন না। তারপর বেশ মজা করলেন সবাই মিলে।

বিজ্ঞাপন

ক্রিকেটারদের অনেকেই রিকশাচালকের সঙ্গে ছবিও তুলেছেন। আবার অনেকে চালালেন রিকশা। একটাও বুঝলেন ক্রিকেট খেলা যতোটা সহজ রিকশা চালানো তেমন সহজ নয়।

এই রিকশাগুলো ক্রিকেটারদের নিয়ে স্টেডিয়াম থেকে বের হয়ে মিরপুরের রাজপথেও যায়। শুক্রবার ছুটির দিনে ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ালেন আইরিশ মেয়েরা।

এই আনন্দের রেশ নিয়ে আগামীকাল শনিবার ৩০ নভেম্বর সকাল দ্বিতীয় ওয়ানডে মাঠে নামবে তারা। সকাল দশটায় ম্যাচ শুরু মিরপুরের মাঠে। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৫৪ রানের বড় ব্যবধানে জিতে এগিয়ে আছে নিগার সুলতানা জ্যোতির দল।