বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে যা বললেন জাঙ্গু

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আমির জাঙ্গুর দারুণ ওয়ানডে অভিষেক সেঞ্চুরির ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। সেন্ট কিটসে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা বৃহস্পতিবার ৩২২ রানের লক্ষ্য ২৫ বল বাকি থাকতে ছয় উইকেটে তাড়া করে ফেলে।

৮৩ বলে অপরাজিত ১০৪ রান করে জাঙ্গু তাতে বড় অবদান রাখেন। তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেন তিনি। গতকাল প্রথম বারের মতো আন্তর্জাতিক ওয়ানডেতে খেলেছেন তিনি। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার বনে যান এই ব্যাটার। তার আগে ১৯৭৮ সালে ডেসমন্ড হেইনস এই কীর্তি গড়েছিলেন।

বিজ্ঞাপন

এমন কীর্তি গড়ে জাঙ্গুর প্রতিক্রিয়া, ‘এটি অবিশ্বাস্য। এক অসাধারণ অনুভূতি। আমি শুধু অভিষেকে ডাক না করার চেষ্টা করছিলাম। আমাদের কোচ একটা স্পষ্ট পরিকল্পনা দিয়েছিলেন, আমি শুধু সেটিই মেনে চলেছি।’

জাঙ্গু ও কেসি কার্টির (৯৫) মধ্যে ১৩২ রানের জুটি ইনিংসকে স্থিতিশীল করে। পরে গুডাকেশ মোতির (৪৪*) সহযোগিতায় জাঙ্গু দলকে জয় পর্যন্ত পৌঁছে দেন। ৬১ রানে জাঙ্গু একটি জীবন পান, যা তিনি পুরোপুরি কাজে লাগিয়ে একটি ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওপাশে থাকা কার্টিই তার কাজটা সহজ করে দিয়েছেন। বলেন, ‘কার্টি আমার ঘনিষ্ঠ বন্ধু, তিনি কাজটি সহজ করে দিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন অভিষেকটা উপভোগ করতে, এবং আমি তাই করেছি।’

এর আগে, মাহমুদউল্লাহ (৮৪*) ও জাকার আলির (৬২*) অপরাজিত ১৫০ রানের জুটিতে বাংলাদেশ ৩২১-৫ স্কোর করে সিরিজে নিজেদের সেরা রান তোলে। যা জাঙ্গুর ব্যাটে চড়ে অনায়াসেই পার করে ফেলে স্বাগতিকরা।