কক্সবাজার, বসুন্ধরা সিটির পর চ্যাম্পিয়ন্স ট্রফি মিরপুরে

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা মিনি বিশ্বকাপ নামেও পরিচিত, তার মূল টুর্নামেন্ট নিয়ে কিছু অনিশ্চয়তা আছে। তবে এই টুর্নামেন্টের ট্রফির ট্যুর চলছে নির্ধারিত সূচি অনুযায়ী।  

ট্রফি ট্যুরের অংশ হিসেবে তিন দিনের জন্য বাংলাদেশে এসেছিল। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন শেষে আজ শেষ হয়েছে এই যাত্রা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ভ্রমণের প্রথম দিন কক্সবাজারে ট্রফিটি প্রদর্শিত হয়। দ্বিতীয় দিন রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। আজ, শুক্রবার ট্রফি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রাখা হয়।

স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে দুপুর ১২টা থেকে ট্রফি প্রদর্শিত হয়। তবে জাতীয় ক্রিকেট দলের খেলা এবং এনসিএল চলমান থাকার কারণে কোনও ক্রিকেটারকে সেখানে দেখা যায়নি। বিকাল ৩টা পর্যন্ত ট্রফি এখানে থাকবে।  

বিজ্ঞাপন

ট্রফিটি আজ রাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। এরপর এটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রদর্শিত হবে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং ইংল্যান্ড ভ্রমণ শেষে আগামী ১৫ জানুয়ারি ট্রফিটি ভারতে পৌঁছাবে।