বছর শেষে র্যাঙ্কিংয়ে বড় লাফ সাফজয়ী সাবিনাদের
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সাফল্যের পথ ধরে এগিয়ে চলেছে। ২০২২ সালের পর এবারও সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। এই অর্জনের ফলশ্রুতিতে ফিফা র্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে সাবিনা-কৃষ্ণারা ১৪০তম স্থানে উঠে এসেছেন। গত ৫ আগস্টের র্যাংকিংয়ে দলটি ছিল ১৪৭ নম্বরে। এ বছরের এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ফিফা র্যাংকিং। গত বছরের ডিসেম্বরে তাদের অবস্থান ছিল ১৪৩তম স্থানে।
সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। এই শিরোপা জয়ই র্যাংকিংয়ে বড় অগ্রগতির ভিত্তি তৈরি করেছে।
অন্যদিকে, সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নেওয়া ভারতীয় দল ৩ ধাপ অবনতি হয়ে ৫৮ থেকে ৬১তম স্থানে নেমে গেছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপাল আছে ১০৩তম, শ্রীলঙ্কা ১৫৫তম, মালদ্বীপ ১৫৯তম, পাকিস্তান ১৬০তম, এবং ভুটান ১৭৭তম স্থানে।