বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন
-
-
|

শচীন টেনডুলকার
ক্রিকেটের ঈশ্বর নামেই পরিচিতি তার। ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হন। সেই শচীন টেনডুলকার জিতলেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর আজীবন সম্মাননা। গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু পুরস্কারে ভূষিত করা হয়।
শচীনের আগে অবশ্য এ পুরস্কার পেয়েছেন আরও ৩০ জন ক্রিকেটার। সে দিক থেকে বিবেচনা করলে শচীন এই পুরস্কার বিজয়ী ৩১ তম খেলোয়াড়। ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে ১৯৯৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই।
ভারতের জার্সিতে ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হয় শচীনের। দীর্ঘ ২৪ বছরের সফল ক্যারিয়ারের ইতি টানেন ২০১৩ সালে।
ভারতের হয়ে সর্বোচ্চ ২০০ টেস্ট খেলে ৫৩.৮ গড়ে করেছেন ১৫,৯২১ রান। টেস্টে তার নামের পাশে আছে ৫১ সেঞ্চুরি। আর ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ৪৪.৮ গড়ে করেছেন ১৮,৪২৬ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক শচীন।
১৯৯৪ সালে প্রথমবারের মত সিকে নাইডু পুরস্কার পান ভারতীয় ক্রিকেটের জনক হিসেবে পরিচিত স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক লালা অমরনাথ।