শেফিল্ডের হয়ে অভিষেকেই ম্যাচসেরা হামজা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হামজা চৌধুরী

হামজা চৌধুরী

কিছুদিন আগেই লেস্টার সিটি থেকে পাড়ি জমিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে। গতকাল রাতেই শেফিল্ডের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। দলটির হয়ে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির হয়ে মাঠে নেমেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

কাল রাতে ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়েছে হামজার দল। ম্যাচের ৪৯ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। আর তাতেই ৩০ ম্যাচে ১৯ জয়,৬ ড্র ও ৫ হারে যথারীতি পয়েন্ট টেবিলের ২ এ আছে শেফিল্ড।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দলের সরাসরি প্রিমিয়ার লিগে উত্তরণ হয়। সেক্ষেত্রে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে আবারও দেখা যেতে পারে হামজাকে। অবশ্য তিনে থাকা বার্নলিও শেফিল্ডের থেকে খুব একটা পিছিয়ে নেই। সমান ম্যাচে বার্নলির পয়েন্ট ৫৮।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে উত্তরণ হয়েছিল হামজার আগের দল লেস্টার সিটির। কিন্তু লেস্টার সিটির হয়ে বেশির ভাগ সময় হামজাকে বেঞ্চে থাকতে হয়েছে। বদলি হিসেবেও খেলার সুযোগ পেয়েছেন খুব কমই।

বিজ্ঞাপন

শেফিল্ডের হয়ে প্রথম ম্যাচেই দাপট দেখিয়েছেন হামজা। আর তাতেই ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।

ম্যাচ শেষে হামজাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ ক্রিস ওয়াইল্ডার, ‘হামজা হামজার মতোই খেলেছে। বেশ কিছু ধরে সে কোনো ধরনের ফুটবল খেলেনি। এরপরও মাঠে প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল। আমি ওকে নিয়ে আলোচনা করছিলাম, ভেবেছিলাম ৭০ মিনিট পর তুলে নিব। কিন্তু ওই সময় সে এতটা ভালো খেলছিল যে সেটা আর করা হয়নি।’