বিপিএলের সাত দল,রইলো বেঁচে চার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ। প্লে-অফ নিশ্চিত করেছে শীর্ষ চার দল। রংপুর রাইডার্স,ফরচুন বরিশাল,চিটাগং কিংস ও সবার শেষে খুলনা টিকিট পেয়েছে প্লে-অফের। দুর্ভাগ্যে ছিটকে গেছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স আসর শেষ করেছে টেবিলের তলানিতে থেকে।

সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর গ্রুপ পর্ব শেষ করেছে তিনে থেকে। প্রথম ৮ ম্যাচের ৮ টিতে জেতা নুরুল হাসান সোহানের দল জয়ের দেখা পায়নি শেষ চার ম্যাচে। ১২ ম্যাচে রংপুরের পয়েন্ট ১৬। আর শেষ চার ম্যাচের সবগুলো জিতে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষ দুইয়ে জায়গা করে নেয় চিটাগং।

বিজ্ঞাপন

চতুর্থ জায়গাটা নিয়ে অবশ্য অপেক্ষা করতে হয়েছে গ্রুপ পর্বের শেষ দিনের খেলার জন্য। ঢাকাকে হারিয়ে রাজশাহীর প্লে-অফের স্বপ্ন ভঙ্গ করেছে মেহেদি হাসান মিরাজের খুলনা। ১২ ম্যাচে খুলনা, রাজশাহী দুই দলের পয়েন্টই ছিল ১২ । তবে নেট রান রেটের হিসাব নিকাশ কপাল পুড়িয়েছে তাসকিন আহমেদের দলের। সমান পয়েন্ট নিয়েও সমালোচনা ও প্লে-অফ না খেলতে পারার আক্ষেপ নিয়েই বিদায় নিতে হয়েছে রাজশাহীকে।

এবারের আসরে প্রত্যাশার ছিটেফোটাও পূরণ করতে পারেনি চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। প্রথম ৬ ম্যাচে হার দিয়ে শুরু করা দলটি ১২ ম্যাচে জিতেছে মাত্র ৩ টি। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে আসর শেষ করেছে তারা।

বিজ্ঞাপন

সিলেট স্ট্রাইকার্স অবশ্য আসর শুরু করেছিল অপেক্ষাকৃত দুর্বল দলের তকমা নিয়ে। পয়েন্ট টেবিলও দেয় সে সাক্ষ্য। আরিফুল হকের দল ম্যাচ জিতেছে মাত্র ২ টি। শেষ ৭ ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি সিলেট।

৩ ফেব্রুয়ারী সোমবার মিরপুরে প্রথম এলিমিনেটরে রংপুরের মুখোমুখি হবে খুলনা। একই দিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস।

বিপিএল পয়েন্ট টেবিল

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

রান রেট

১.ফরচুন বরিশাল

১২

১৮

+১.৩০২

২.চিটাগং কিংস

১২

১৬

+১.৩৯৫

৩.রংপুর রাইডার্স

১২

১৬

+০.৫৬৯

৪.খুলনা টাইগার্স

১২

১২

+০.১৮৪

৫.দুর্বার রাজশাহী

১২

১২

-১.০৩০

৬.ঢাকা ক্যাপিটালস

১২

-০.৭৭৯

৭.সিলেট স্ট্রাইকার্স

১২

১০

-১.৬৩৪