কোচিংয়ে মনোযোগ দিতে পদ ছাড়ছেন হান্নান
-
-
|

হান্নান সরকার
জাতীয় দলের নিবার্চক প্যানেলের সদস্য হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন। জানা গেছে মুলত কোচিং ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার জন্য দায়িত্ব ছাড়ছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার হান্নান।
দায়িত্ব ছাড়ার বিষয়টি আজ রোববার গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি জানান,শনিবার বিসিবি-তে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, যেখানে এই মাসের শেষ পর্যন্ত নির্বাচক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে উল্লেখ করেছেন তিনি।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন,‘এই সিদ্ধান্তের পিছনে আর কোনও কারণ নেই। সবকিছু খুব ভালোভাবে চলছিল। কিন্তু আমি মনে করেছি যে কোচিংই আমার ভবিষ্যত ক্যারিয়ার। আমি মনে করি, কোচিংয়ের মাধ্যমে এই পদ থেকে আমি বাংলাদেশ ক্রিকেটে আরও বেশি অবদান রাখতে পারব। যদি বিসিবি মনে করে যে তারা আমাকে তাদের সেট-আপে কোচ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে আমি এটি বিবেচনা করতে প্রস্তুত।’
‘যা কিছু আমি নির্বাচক হিসেবে অবদান রেখেছিলাম, তা ঠিক ছিল। কিন্তু আসলে আমি অনুভব করেছি যে দীর্ঘমেয়াদে ভবিষ্যত ক্যারিয়ার হিসেবে কোচিংই বেছে নেওয়া উচিত। আমি বেশ কিছুদিন ধরে এ বিষয়ে ভাবছিলাম। এখন আমি এটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছি’- যুক্ত করেন তিনি।
গত বছরের মার্চে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হন হান্নান। শুরু থেকে দায়িত্ব পালন নিয়ে কোনো চাপের মুখে পড়েন নি উল্লেখ করে তিনি বলেন,‘আমি কোনো চাপ অনুভব করি নি। আমি খুব উপভোগ করেছি। আমি সবসময় মনে করি যে আমার সৎ মতামত দেওয়ার অধিকার ধারণ করি।’
উল্লেখ্য ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত ১৭টি টেস্ট এবং ২০টি ওডিআই ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন হান্নান । এরপর ২০১০ ও ২০১১ সালে বিসিবি থেকে যথাক্রমে লেভেল ১ ও লেভেল ২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি।
৪২ বছর বয়সী হান্নান পূর্বে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে ব্যাটিং কোচ এবং সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়াও ২০১৪ সালের ন্যাশনাল ক্রিকেট লিগে ঢাকা মেট্রো দলের হেড কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি।