টাকা না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিপিএলে প্রথম বারের মত দল নিয়েছিল দুর্বার রাজশাহী। তবে নিজেদের চলতি পথে এতগুলো বিতর্কের জন্ম দিয়েছে ফ্রাঞ্চাইজিটি যে ভবিষ্যতে তাদের দল পাওয়া নিয়ে আছে সংশয়। বিপিএল ইতিহাসের সবথেকে বেশি বিতর্ক জন্ম দেওয়া দলটিও এটি।

বিপিএল থেকে প্লে-অফ খেলার স্বপ্ন গতকালই শেষ হয়ে গিয়েছে তাসকিন আহমেদের দলের। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। নিয়ম অনুযায়ী দলটির বিদেশি খেলোয়াড়দের দেশে ফিরে যাওয়ার কথা। কিন্তু তা আর হচ্ছেনা। কারণ খেলোয়াড়দের পুরোপুরো পারিশ্রমিক তো দূরে থাক, অনেক ক্রিকেটার ২৫% পারিশ্রমিকই পাননি এখনও।

বিজ্ঞাপন

গুঞ্জন উঠেছে বকেয়া টাকা না পেলে বিদেশি খেলোয়াড়রা দেশে ফিরবেন না। এখনো টিম হোটেলেই আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।

দলের দুই-একজন বিদেশি খেলোয়াড় চুক্তির ২৫% টাকা পেলেও এমন অনেকে আছেন যারা কোনো টাকা ই পাননি। এমনকি রাজশাহীর কোচ পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এজাজ আহমেদও কোনো টাকা পাননি।

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সবাইকে আজ বকেয়া মেটানোর কথা থাকলেও তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছেনা। এমনকি ‍ফ্র্যাঞ্চাইজিটি সমস্যায় পড়েছে হোটেল বিল পরিশোধ নিয়েও।

তবে মাঠের বাইরের সব বিকর্তকে পেছনে ফেলে আসরের শেষের দিকে দারুণভাবে ঘুরে দাড়িয়েছিল রাজশাহী। তাসকিন আহমেদের নেতৃত্বে শেষ তিন ম্যাচের তিনটি জিতে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল দলটি। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটের হিসাবনিকাশে আসর থেকে ছিটকে যেতে হয়েছে তাদের।