চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-কোহলিতেই ভরসা রাখছেন গম্ভীর
-
-
|

ছবি: সংগৃহীত
পাকিস্তানে হতে যাওয়া চ্যাস্পিয়ন্স ট্রফিতে আবারো কোহলি-রোহিতের ওপর ভরসা রাখতে চাইছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। যদিও দুইজনেই ভুগছেন ফর্মহীতায় তবে গম্ভীরের আশা তাদের দুইজনের অনেক কিছু করার আঝে এবং তারা ঘুরে দাড়াবেন।
গত মাসে শেষ হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন ভারত দলপতি রোহিত শর্মা ও তারকা ব্যাটার বিরাট কোহলি। তাতে ৩-১ ব্যবধানে হেরে বহুল প্রতীক্ষিত ট্রফি হাতছাড়া করে ভারত। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াটওয়াশ হয়েছিলো রোহিতের দল। যেখানেও ফর্মহীনতার কারণে ব্যাট হাতে ভালো করতে পারেন নি বিরাট। বর্তমানে ফর্ম ফেরাতে এই দুই তারকা ব্যাটার ফিরেছেন ভারতের ঘরোয়া আসর রঞ্জিতে। তবে সেখানেও রান খরায় ভুগছেন তারা।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় গতকঅর শনিবার গম্ভীর বলেন,‘আমি মনে করি রোহিত এবং বিরাটের দলে থাকাটা ড্রেসিং রুমে অনেক মূল্য যোগ করে। একই সাথে তারা ভারতীয় ক্রিকেটের জন্যও অনেক মূল্যবান। তাদেরকে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) বিশাল ভূমিকা পালন করতে হবে। আর আমি আগেও বলেছি, তারা রান পেতে মরিয়া, তারা দেশের জন্য খেলতে চায়। তাদের মধ্যে দেশের জন্য খেলার এবং দেশের জন্য সাফল্য অর্জন করার আগ্রহ রয়েছে।"
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তিনি বলেন,‘৫০-ওভার বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফি একটি সম্পূর্ণ আলাদা একটি চ্যালেঞ্জ। কারণ এখানে প্রতি ম্যাচই একপ্রকার বাচাঁ মরার লড়াই। তাই এই টুর্নামেন্টে কোথাও থামা সম্ভব নয়। তাই আশা করছি আমরা খুব ভালোভাবে শুরু করব, কারণ শেষপর্যন্ত যদি আপনি প্রতিযোগিতা জিততে চান, আপনাকে পাঁচটি ম্যাচ জিততেই হবে..।’
এসময় তিনি আরো বলেন,‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ভাবনা নিয়ে যাই না যে ২৩ ফেব্রুয়ারি (পাকিস্তানের বিপক্ষে) আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি মনে করি, পাঁচটি ম্যাচই গুরুত্বপূর্ণ। দুবাই যাওয়ার উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, শুধুমাত্র একটি নির্দিষ্ট ম্যাচ জেতা নয়।"
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-তে রয়েছে টিম ইন্ডিয়া। যেখানে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলার পর বর্তমান চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং তাদের গ্রুপ পর্ব শেষ করবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।