বিপিএলে গ্রুপ পর্ব শেষে ব্যাটিং-বোলিংয়ে সেরা যারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এর এবারের আসরে মাঠের বাইরে বিতর্ক থাকলেও মাঠের লড়াইটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে ইতোমধ্যেই। প্লে-অফে জায়গা করে নিতে দলগুলোর লড়াইয়ের মাঝে ঢাকা পড়ে যায় খেলোয়াড়দের মাঝের লড়াই।

ব্যাটে বলে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই শেষ হয়েছে অনেক খেলোয়াড়েরই। শীর্ষ ৫ রান সংগ্রাহকের ৩ জনের দলই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিমের দল ঢাকা ক্যাপিটালস বিদায় নিয়েছে অনেক আগেই। অন্যদিকে বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তাসকিন আহমেদের দল রাজশাহীও ছিটকে গেছে। এলিমিনেটর ও কোয়ালিফায়ারের ম্যাচেগুলোতে অন্যদের জন্য থাকবে তাসকিন ও তানজিদকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

বিজ্ঞাপন

ব্যাট হাতে এবারের আসরে আলো ছড়িয়েছেন দেশি ক্রিকেটারেরা। শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের প্রথম ৪ জনই বাংলাদেশি। যার মাঝে মোহাম্মদ নাঈম শেখ ও গ্রাহাম ক্লার্কের দল ছাড়া আর সবার দলই বিদায় নিয়েছে। তাই নাঈম ও ক্লার্কের সামনে সুযোগ রয়েছে তামিমকে ছাড়িয়ে যাওয়ার।

সর্বোচ্চ রান সংগ্রাহক

বিজ্ঞাপন

নাম

ম্যাচ

রান

গড়

১.তানজিদ হাসান তামিম

১২

৪৮৫

৪৪.০৯

২.মোহাম্মদ নাঈম শেখ

১২

৪৪৪

৪০.৩৬

৩.এনামুল হক বিজয়

১২

৩৯২

৩৯.২০

৪.জাকির হাসান

১২

৩৮৯

৩৫.৩৬

৫.গ্রাহাম ক্লার্ক

১১

৩৭৭

৩৪.২৭

 বোলিংয়ে অবশ্য সবার ধরাছোঁয়ার বাইরে ছিলেন তাসকিন আহমেদ। আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন নিয়েছেন ২৫ উইকেট। তাসকিনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ফাহিম আশরাফ ও আকিব জাভেদের। কারণ তাসকিনের দল ছিটকে গেছে আসর থেকে।

সর্বোচ্চ উইকেট শিকারি

নাম

ম্যাচ

উইকেট

১.তাসকিস আহমেদ

১২

২৫

২.ফাহিম আশরাফ

১১

২০

৩.আকিফ জাভেদ

১০

১৯

৪.খালেদ আহমেদ

১১

১৮

৫.খুশদিল শাহ

১০

১৭