দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা নামটা নিলেই প্রথমে মাথায় আসে বিশ্বকাপের সেমিফাইনাল পাড় করতে না পারা একটা দল। তবে সে সমস্যা কাটিয়ে উঠেছে তারা ২০২৪ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের। এবার দেখা দিয়েছে নতুন সমস্যা। ফাইনাল জিততে পারছে না দক্ষিণ আফ্রিকা।


মালয়েশিয়ায় সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারতের মেয়েরা।

বিজ্ঞাপন


মালয়েশিয়ার কুয়ালালামপুর স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেটে মাত্র ৮২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১.২ বলে ১ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতের মেয়েরা।
ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং আক্রমণের কোনো জবাবই দিতে পারেননি প্রোটিয়া মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাইকে ভ্যান ভুরস্ট। ১৮ বলে ২৩ রান করেন তিনি। ৬ জন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আর তাতেই ৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের কোনো পাত্তাই দেয়নি ভারতের মেয়েরা। দলীয় ৩৬ রানের মাথায় ওপেনার জি কামালিনি ফিরলেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা। বোলিংয়ে তাদের প্রাপ্তি ঐ এক উইকেটই। আরেক ওপেনার গঙ্গাদি তৃষার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস। আর তাতেই টানা দ্বিতীয়বারের মত জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।


এখনও পর্যন্ত দুইবার আয়োজিত হয়েছে বয়সভিত্তিক নারীদের এই বিশ্বকাপ। দুবারই শিরোপা ঘরে তুলেছে ভারত। ফাইনালে ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের তৃষা।

বিজ্ঞাপন