পাকিস্তান দল নিয়ে প্রশ্ন তুললেন-ওয়াসিম-লতিফ
-
-
|

ছবি: সংগৃহীত
চলতি মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ইতোমধ্যে দলও ঘোষণা করেছে অংশগ্রহনকারী দেশগুলো। তারই ধারাবাহিকতায় পাকিস্তানও নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে। তবে এই দল নিয়ে খুশি নন পাকিস্তানের দুই প্রাক্তন ক্রেকেটার। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম ও রশিদ লতিফ।
পাকিস্তানকে ঘরের মাটিতে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিয়ে লম্বা সময় পরে জাতীয় দলে ফিরেছেন ফখর জামান। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে নায়ক হয়েছিলেন। কিন্তু অধিনায়কত্ব বিতর্কে বাবর আজমের পাশে দাঁড়ানোয় পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ফখর। ফর্ম না থাকলেও দলে জায়গা হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরাফের। চলতি বিপিএলে বল হাতে আগুন ঝরিয়ে দলে জায়গা করে নিয়েছেন খুশদিল শাহ। তাতে ঘরের উইকেটে মাত্র একজন স্পিনার আবরার আহমেদকে নিয়ে নামবে রিজওয়ানরা।
দল নিয়ে ওয়াসিম বলেন, ‘আমি এখনও পাকিস্তান দল নিয়ে সেভাবে চর্চা করিনি। কিন্তু ফাহিম আশরাফ কীভাবে দলে ঢুকল? শেষ ২০ ম্যাচে ওর বোলিং গড় ১০০, ব্যাটিং গড় মাত্র ৯। পাকিস্তান দলে ও যেন আকাশ থেকে পড়ল। একই কথা খুশদিল শাহকে নিয়েও বলা যায়। আমাদের হাতে মাত্র একজন স্পিনার, সেখানে ভারতের অস্ত্র চারজন। নিশ্চয়ই তার কোনও কারণ আছে।’
তবে ক্ষোভ প্রকাষ করলেও পাকিস্তান দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ওয়াসিম আকরাম। আর আরেক সাবেক খেলোয়াড় রশিদ লতিফের মতে দলটি করা হয়েছে সুপারিশের ভিত্তিতে। তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে, দল নির্বাচনে পুরোদস্তুর রাজনীতি হয়েছে। সাম্প্রতিক সময়ে ফাহিমের ভালো পারফরম্যান্স কোথায়? তাছাড়া আশরাফ, ফখর জামান বা সৌদ সাকিল, তবে তিন-চারটি সফরে দলে নেই। এখন প্রশ্ন হচ্ছে, উইকেট তুলবে কে? ভারত চারটি স্পিনার নিয়ে নামছে। আর সেখানে আমাদের একজন স্পিনার। এ যেন চিরকুটের মাধ্যমে দল নির্বাচন। এর দায় নির্বাচক কমিটিকে নিতে হবে।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। আর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।