অনেক ঘটনার পর ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা
-
-
|

ছবি: সংগৃহীত
অবশেষে আজ রাতে ঢাকা ছাড়ছেন চলতি বিপিএলে নানা সমালোচনার জন্ম দেওয়া দল দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পদ্মাপাড়ের দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা তাদের বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসরে অংশগ্রহণ শেষে তাদের নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করবেন আজ রাতে।’
সেখানো আরো বলা হয়েছে, ‘রাজশাহীর জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল আজ দিবাগত রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারের উদ্দেশ্যে রওনা দেবেন, আর পাকিস্তানের মোহাম্মদ হারিস রাত ১:৪০ মিনিটে থাই এয়ারওয়েজে লাহোরের উদ্দেশ্যে উড়ে যাবেন।’
এছাড়াও হেড কোচ ইজাজ আহমেদ আগামীকাল দেশ ছাড়বেন। মিগুয়েল কামিন্স ৫ ফেব্রুয়ারি রওনা দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। বাকি খেলোয়াড়রা সম্ভবত সবচেয়ে দ্রুত সময়ে, ফ্লাইট টিকিট পাওয়ার সাপেক্ষে, তাদের গন্তব্যে যাত্রা করবেন’ -বলে উল্লেখ আছে সংবাদ বিজ্ঞপ্তিটিতে।
এর আগে গুঞ্জন ছিল বকেয়া টাকা না পেলে দলটির বিদেশি খেলোয়াড়রা দেশে ফিরবেন না। টাকা না পেয়ে টিম হোটেলেই আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। দলের দুই-একজন বিদেশি খেলোয়াড় চুক্তির ২৫% টাকা পেলেও এমন অনেকে আছেন যারা কোনো টাকাই পাননি। এমনকি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও কোচ ইজাজ আহমেদও কোনো টাকা পাননি দলটির কাছ থেকে।