বাবরদের নজরদারীতে পুলিশ নিয়োগ পিসিবির

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসর নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সেখানে যুক্ত হলো আরো একটি নতুন বিতর্ক। বাবরদের নজরদারিতে পুলিশ অফিসার রাখার অভিযোগ উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে। 

ভারতীয় গণমাধ্যমের ভাষ্যমতে ক্রিকেট দলকে কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রিজ়ওয়ানদের দলের সঙ্গে অপারেশন ম্যানেজার হিসাবে থাকবেন হিনা মুনাওয়ার, যিনি পেশায় একজন পুলিশ অফিসার। তাতে পাকিস্তান ক্রিকেট ইতিহাসে এই প্রথম ছেলেদের দলের ম্যানেজার হিসাবে দেখা যাবে এক জন মহিলাকে।

বিজ্ঞাপন

জানা গেছে নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবেও পরিচিত হিনা। যেকারণে তাকে অপারেশন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নজরদারিতে থাকবে রিজওয়ানরা। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ়ের সময়ই রিজ়ওয়ানের দলের সঙ্গে যোগ দেবেন হিনা। 

কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন হিনা। ঝুঁকিপূর্ণ সোয়াত এলাকায় ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতেও দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও পাকিস্তান দলের ম্যানেজার হিসাবে আগের মতোই থাকছেন অবসরপ্রাপ্ত আমলা নাভিদ আক্রম চিমা। 

বিজ্ঞাপন

হিনার নিয়োগ নিয়ে পিসিবির এক কর্মকর্তা বলেছেন,‘ক্রিকেটারদের এবং বোর্ডের বোঝাপড়া মসৃণ করার জন্য হিনা মুনাওয়ারকে অপারেশন ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। কৌশলগত নেতৃত্ব স্থানীয় ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলাছেন।’ হিনার নিয়োগকে পাকিস্তান ক্রিকেটে সাম্যের প্রতীক হিসাবে চিহ্নিত করছেন পাকিস্তানের  ক্রিকেট কর্তারা।