বিসিবিকে ধন্যবাদ জানালেন বিজয়

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এনামুল হক বিজয়

এনামুল হক বিজয়

ভাগ্যটাই খারাপ দুর্বার রাজশাহীর! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নানা সমালোচনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত প্লে- অফে জায়গা না পেয়ে বিদায় নিল। বিদায় বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন দলের সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। 

বিজ্ঞাপন

বিপিএলে রাজশাহীর খেলোয়াড় বিজয়ের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে অভিযোগ আমলে নিয়ে তদন্তও শুরু করেছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক এ সংস্থা। তবে এবার সেই বিসিবিকে ধন্যবাদ দিয়ে পোস্ট দিয়েছেন বিজয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন,‘এই বিপিএল আমাকে শিখিয়েছে যে একটু প্রতিভা এবং কঠোর পরিশ্রমে আপনি সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারেন। আমরা দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ জেতার প্রচেষ্টা সরাসরি দেখার সুযোগ পেয়েছি। আমরা প্রাণপণ লড়াই করেছি এবং কিছু ম্যাচ জিতেছি। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ, প্রতিটি খেলোয়াড়কে ধন্যবাদ যারা সবসময় আমাদের পাশে ছিল এবং আমাদের সমর্থন করেছে। প্রতিটি ভক্তকে ধন্যবাদ যারা বিপিএলে সবসময় আমাদের দলের পাশে ছিল এই কঠিন সময়ে যখন আমরা সমস্যার মধ্যে ছিলাম।‘ 

বিজ্ঞাপন

বিসিবিকে নিয়ে বিজয় লিখেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ আমাদের ঘরোয়া এই টুর্ণামেন্ট আয়োজন থেকে শুরু করে সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার । আমার প্রতিটি বন্ধু এবং অনুসারী যারা আমাদের ভালোবাসে, শুভাকাঙ্ক্ষী যারা সবসময় আমাদের সমর্থন করে তাদের প্রতি অন্তর থেকে ধন্যবাদ।‘