বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন হেড
-
-
|

ট্রাভিস হেড
অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে অ্যালান বোর্ডার পুরস্কার জিতলেন ট্রাভিস হেড। ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মত এ পুরস্কার পেলেন হেড। অ্যালান বোর্ডার পুরস্কার অস্ট্রেলিয়ান ক্রিকেটে সবথেকে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এ বছর পুরস্কার পাওয়ার দৌড়ে হেড-ই সবার থেকে এগিয়ে ছিলেন। ভোটের পরিসংখ্যানও সেই সাক্ষ্য দেয়।
সেরা হওয়ার পুরস্কারের দৌড়ে হেড পেলেন ২০৮ ভোট। হেডের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জশ হ্যাজেলউড। যদিও হেডের থেকে ৫০ ভোট কম পেয়েছেন তিনি। হ্যাজেলউড ভোট পেয়েছেন ১৫৮ টি। তৃতীয় সর্বাধিক ১৪৭ ভোট পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
২০২৪ এ দুর্দান্ত ফর্মে ছিলেন হেড। ৩১ বছরের এই অজি ব্যাটার গত বছর সব ফরম্যাট মিলিয়ে রান করেছেন্ ১৪২৭। অস্ট্রেলিয়ার হয়ে সে বছর সবচেয়ে বেশি রানও এসেছে হেডের ব্যাট থেকে। ২০২৪ এ অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন স্টিভেন স্মিথ। স্মিথ করেন ৮০৬ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ২০২৪ এ দ্বিতীয় সর্বোচ্চ ২৯ ম্যাচ খেলেছেন হেড। তার থেকে ২ ম্যাচ বেশি খেলেছেন কেবল অ্যাডাম জাম্পা।
পার্থে প্রথম টেস্টে হারের পর অ্যাডিলেড ওভালে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেন হেড। যে ইনিংস অস্ট্রেলিয়াকে সিরিজে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এছাড়া পুরো বছর জুড়েই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হেড।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অ্যানাবেল সুথারল্যান্ড।