৯ বছর পর হকি দলের কোচ মামুন
-
-
|

আ ন ম মামুন উর রশিদ
আগামী এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি ফেডারেশন কাপ। যেখানে অংশ নেবে বাংলাদেশ। আর এ টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ হকি দলের প্রধান কোচ ও সহকারী কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম মামুন উর রশিদ। আর সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মশিউর রহমান বিপ্লবকে।
কোচ নিয়োগের প্রক্রিয়াটা ছিল এবার আগের থেকে একদমই ব্যতিক্রমধর্মী। কোচ চূড়ান্ত করতে এবার ১১ জনের গণসাক্ষাৎকারের আয়োজন করে হকি ফেডারেশন। যদিও সাক্ষাৎকার দিয়েছেন ৮ জন। যাদের থেকে বেছে নেওয়া হয়েছে মামুনকে। নতুন নিয়োগপ্রাপ্ত কোচ মামুন উর রশিদ জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ও অধিনায়ক ছিলেন। বয়সভিত্তিক স্তরে অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। এছাড়া ২০১৫ সালে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
৯ বছর পর আবারও পেলেন জাতীয় দলের দায়িত্ব। তার উপর থাকা দায়িত্ব ও প্রত্যাাশা পূরণ করতে চান পুরোপুরি। মামুন বলেন,‘ফিরতে পেরে অনেক ভালো লাগছে। জাতীয় দল নিয়ে কাজ করার আনন্দই আলাদা। চেষ্টা করব আগের মতোই এই টুর্নামেন্টে যেন চ্যাম্পিয়ন হতে পারি।’
এশিয়ান হকি ফেডারেশন কাপে এর আগে চারবার খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এশিয়ার দ্বিতীয় সারির দেশগুলোকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে এবারও ভালো করার প্রত্যাশা বাংলাদেশ দলের।