রাসেলদের ১ রানের মূল্য ১০ লাখ ৬৬ হাজার টাকা!

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিপিএল প্লে-অফের জন্য টি-টোয়েন্টিতে বিশ্ব দাপিয়ে বেড়ানো খেলোয়াড়দের উড়িয়ে এনেছিল রংপুর রাইডার্স। তবে প্রত্যাশার এক আনাও পূরণ করতে পারেননি তারা। ফলে মাত্র ৮৫ রানে অল-আউট হওয়া রংপুর খুলনা টাইগার্সের সঙ্গে হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

জেমন ভিন্স, টিম ডেভিড ও আন্দ্রে রাসেল তিনজন মিলে রান করেছেন মাত্র ১২। তিনজন খেলোয়াড়কে দলে আনতে রংপুরকে গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা। তিন জনের জন্য রংপুরকে দিতে হবে ১ কোটি ২৪ লাখ টাকা। সে হিসেবে তাদের প্রতি রানের মূল্য ১০ লাখ ৬৬ হাজার টাকা!

বিজ্ঞাপন

তিনজন মিলে খেলেছেন মোট ২৫ বল। ভিন্স ৭ বলে করেছেন ১ রান,ডেভিড ৯ বলে খেলে করেছেন ৭ রান আর রাসেল করেছেন মাত্র ৪ রান।

দলের এত বড় খেলোয়াড়দের ব্যর্থতা ও দলের হার নিয়ে কথা বলেছেন রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। যেহেতু পৌঁছানোর দিনই মাঠে নামতে হয়েছে রাসেলদের তাই ক্লান্তির কারণে তাদের এমন বাজে পারফরম্যান্স কিনা জানতে চাইলে আশরাফুল বলেন,‘ওরা প্রফেশনাল খেলোয়াড়, তাছাড়া এসেছেও বিজনেস ক্লাসে। তাই আমার মনে হয়না ক্লান্তির কারণে এমনটা হয়েছে।’
তবে কেন দলের এমন ভরাডুবি প্রশ্নের জবাবে আশরাফুল বলেন,‘আমাদের দেশীয় খেলোয়াড়দের আরও একটু সাহস নিয়ে খেলা উচিত ছিল। আরেকটু আক্রমণাত্মক ক্রিকেট খেলা যেতে পারত, কারণ পাওয়ার প্লেতে দেখেন পরপর তিন ওভার স্পিন বল করেছে।’

বিজ্ঞাপন

লিগ পর্বের প্রথম আট ম্যাচই জিতেছিল রংপুর। তখনই প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের। কিন্তু এরপর টানা চার ম্যাচ হেরে যায় তারা। এবার এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকেও বিদায় নিশ্চিত হলো নুরুল হাসান সোহানের দল।