ফর্মে ফিরে তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হৃদয়ের
-
-
|

তাওহিদ হৃদয়
জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট,নিজের ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা ভালোই করেছিলেন তাওহিদ হৃদয়। তবে ধীরে ধীরে সময়ের সঙ্গে কিছুনা মলিন হয়েছে তার ব্যাট। রানের দেখা পাচ্ছিলেন না বেশ কয়েক ম্যাচ ধরেই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে ফরচুন বরিশাল সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল হৃদয়কে। তবে প্রত্যাশা পূরণ করতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। এবারের আসরে গ্রুপ পর্বের ১২ ম্যাচে হৃদয় রান পেয়েছেন মাত্র ১৯৮।
হৃদয়কে ফর্মে ফেরাতে চেষ্টার কমতি রাখেনি বরিশালও। খেলিয়েছে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে। ভরসার প্রতিদানও অবশেষে দিলেন হৃদয়। প্রথম কোয়ালিফায়ারে তার অপরাজিত ৮২ রানে ভর করে ফাইনালে উঠেছে বরিশাল।
ফর্মে ফিরে অবশ্য খারাপ সময়ের কথা ভোলেননি হৃদয়। নিজের ফেসবুক পেজে হৃদয় লেখেন,‘সেদিন রাইটার্স ব্লক নামে একটি টার্মের সঙ্গে পরিচিত হলাম। আমার মনে হচ্ছিল, আমিও যেন কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিল না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী।’
বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও দলের অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন,‘তামিম ইকবাল ভাই কাউকে বোঝাতে পারব না আপনি অভিভাবক হিসেবে কতটুকু যথার্থ। এত প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি।’
গতবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ৪৬২ রান করেন হৃদয়। তার আগের মৌসুমে খেলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে, ১২ ম্যাচে করেন ৪০৩ রান। এবারের আসরে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে রান করেছেন ২৮০।