নাঈম কি পারবেন রুশোর রেকর্ড ভাঙতে?
-
-
|

মোহাম্মদ নাঈম শেখ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ নাঈম শেখ। রংপুর রাইডার্সকে হারিয়ে তার দল খুলনা টাইগার্স পেয়ে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট। সঙ্গে নাঈমও হয়েছেন এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
গতকাল রংপুরের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ৪৮ রান করেন নাঈম। আর তাতেই ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান তামিমকে টপকে গেছেন তিনি। ৪৮৫ রান করে এবারের আসর শেষ করেছেন তামিম। নাঈমের বর্তমান রান ৪৯২।
তবে নাঈম অবশ্যই এখানে থেমে থাকতে চাইবেন না। কারণ তার সামনে হাতছানি দিচ্ছে বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড। রেকর্ডটি নিজের করে নিতে নাঈমের প্রয়োজন আর ৬৭ রান।
তবে কাজটা খুব একটা সহজ হবেনা। খুলনার হাতে আছে কমপক্ষে এক ম্যাচ। যদি দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা চিটাগং কিংসকে হারাতে পারে তাহলে তারা পাবে দুই ম্যাচ খেলার সুযোগ। সেক্ষেত্রে নাঈমও রেকর্ডটি নিজের করে নিতে এক ম্যাচ বেশি খেলার সুযোগ পাবেন।
বিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটি বর্তমানে দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর দখলে। রুশোর। ২০১৮-১৯ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ৫৫৮ রান করেছিলেন রুশো।
এর আগে রুশোর রেকর্ড ভাঙার কাছে যেতে পেরেছিলেন নাজমুল হোসেন শান্ত। ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৫১৬ রান করেছিলেন তিনি। রুশো আর শান্ত ছাড়া বিপিএলে আর কোনো ব্যাটার ৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। দেশীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক হতে নাঈমকে করতে হবে ২৫ রান।