বরিশালের হয়ে খেলতে ঢাকায় নিশাম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিমি নিশাম

জিমি নিশাম

বিদেশি খেলোয়াড়দের কেনার দৌড়ে সবসময়ই সবার থেকে এগিয়ে থাকে ফরচুন বরিশাল। বিশ্বের নামিদামি বিদেশিদের নিয়ে সাজানো দলটি টানা দ্বিতীয়বার জায়গা করে নিয়েছে বিপিএলের ফাইনালে।

গতকাল প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হেসে-খেলেই হারিয়েছে বরিশাল। এবার ফাইনালকে সামনে রেখে দলের শক্তি বাড়াতে বরিশাল শিবিরে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম।

বিজ্ঞাপন

তবে বরিশাল দলে কার জায়গায় খেলবেন নিশাম! কোয়ালিফায়ারে বরিশালের হয়ে বিদেশিদের মাঝে খেলেছেন ডাভিদ মালান,কাইল মায়ার্স,মোহাম্মদ নবী ও মোহম্মদ আলী। দলে মালানের জায়গাটা একেবারেই নিশ্চিত। ৮ ম্যাচে মালান করেছেন ৩১৫ রান। মোহাম্মাদ আলী গত ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তাকে বসিয়ে রাখারও প্রশ্ন ওঠেনা। পেস বোলার অলরাউন্ডার মায়ার্সকেও বসিয়ে রাখার উপায় নেই। ৫ ইনিংসে ব্যাটিং করে মায়ার্স রান করেছেন ১৬৩। গত ম্যাচে বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।

বাকি থাকে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবী। এবারের আসরে বরিশালের হয়ে বাজে সময় পার করছেন আফগান এই খেলোয়াড়। ১০ ম্যাচে রান করেছেন মাত্র ৬৩ আর উইকেট নিয়েছেন ৮ টি। সেক্ষেত্রে নবীর জায়গায় দেখা যেতে পারে নিশামকে। 

বিজ্ঞাপন