শীতের দলবদলে খরচের রেকর্ড ম্যান সিটির

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদলের সময়। জানুয়ারীর ১ তারিখ থেকে ফেব্রুয়ারীর ৩ তারিখ পর্যন্ত সময়সীমা ছিল দলবদলের।

এবারের জানুয়ারীর দলবদলে খরচের দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। শেষ দিনে স্প্যানিশ মিডফিল্ডার নিকো গঞ্জালেজকে পোর্তো থেকে ৬০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে সিটি।

বিজ্ঞাপন

সিটি টানা ৪ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দল। বর্তমান চ্যাম্পিয়নও তারা। তবে চলতি মৌসুমে সিটির বাজে ফর্ম যেন কাটছেই না। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে গার্দিওলার দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও প্লে-অফে উঠেছে অনেক শঙ্কার পরে।

দলের এমন দুরবস্থা ই হয়তো জানুয়ারীর ট্রান্সফার্ উইন্ডোতে সিটির খরচ বাড়িয়েছে। এ যাত্রায় সিটি খেলোয়াড় কিনতে খরচ করেছে ১৮০ মিলিয়ন পাউন্ড। যা প্রিমিয়ার লিগের বাকি ১৯ দলের খরচের থেকেও বেশি।

বিজ্ঞাপন

ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী,ইউরোপিয়ান ক্লাব ইতিহাসে চেলসির পর জানুয়ারী ট্রান্সফার উইন্ডোতে এত টাকা খরচ করেনি আর কোনো ক্লাব। ২০২৩ সালের জানুয়ারীর দলবদলে ২৭৪ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল চেলসি।

২৩ বছর বয়সী গঞ্জালেজ ছাড়াও সিটি এবারের উইন্ডোতে ৩৩ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে উজবেকিস্তানের তারকা ডিফেন্ডার আব্দুকোদির খুসানভকে। মিশরীয় স্ট্রাইকার ওমর মারমাউসকে ৫৯ মিলিয়ন ও ভিটর রিসকে সাইন করেছিল ২৯ মিলিয়ন পাউন্ডে।

অন্যদিকে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের বর্তমান শীর্ষ দল লিভারপুর কোনো নতুন খেলোয়াড় সাইন করেনি।