১০০ ছুঁয়েই বিদায় নিচ্ছেন করুণারত্নে!
-
-
|

দিমুথ করুণারত্নে
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ১০০ তম ম্যাচ খেলেই অবসরে যাবেন ৩৬ বছর বয়সী শ্রীলঙ্কান এই ওপেনার।
২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় করুণারত্নের। সে ম্যাচে প্রথম ইনিংসে ০ রানে ফিরলেও পরের ইনিংসে করেন অপরাজিত ৬০ রান। ম্যাচটিতে ১০ উইকেটে জয় পায় লঙ্কানরা। তবে শুরুর মত শেষটা ভালো হয়নি করুণারত্নের। শেষ ৭ টেস্ট ম্যাচে করেছেন মাত্র ১৮৩ রান।
তবে,শেষ এক দশকে করুণারত্নকে টেস্ট ক্রিকেটের সেরা ওপেনার বললেও ভুল বলা হবেনা। ২০১৫ সালের পরে কোনো টেস্ট ব্যাটারই তার থেকে বেশি রান করতে পারেননি। এই ১০ বছরে টেস্টে তার শতক ১৫ টি। যা ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চ। এমনকি ২০১৫ সালে থেকে এ পর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সবথেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশেও ৩ বার জায়গা করে নেন করুণারত্নে। যা টেস্ট ইতিহাসে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ। টেস্টে ৯৯ ম্যাচে ৩৯.৪ গড়ে ৭১৭২ রান করেছেন তিনি। তার নামের পাশে আছে ১৬ টি সেঞ্চুরি। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে ২৪৪ রানের ইনিংস তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ।
৬ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা। করুণারত্নে ইতোমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তার অবসরের কথা। এই ম্যাচ পর শ্রীলঙ্কার জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবেনা তাকে।