একদিকে চলছে তদন্ত, অন্যদিকে বাটলারের অনুশীলন

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পিটার বাটলার

পিটার বাটলার

বাংলাদেশ নারী ফুটবলে বিরাজ করছে থমথমে পরিবেশ। কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্ব এখন নিত্যদিন খবরের শিরোনাম হচ্ছে। অভিযোগের সত্যতা অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর বাটলার নতুন নতুন খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করছেন।

দ্বিতীয় মেয়াদে চুক্তি নবায়নের পর প্রথম যেদিন অনুশীলন করান বাটলার,ফুটবলারের সংখ্যা ছিল মাত্র ১২ জন। আর আজকের অনুশীলনে সে সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। এই ৩১ জনের অধিকাংশ ই অনূর্ধ্ব-২০ পর্যায়ের।

বিজ্ঞাপন

অধিনায়ক সাবিনা খাতুন সহ ১৮ ফুটবলার বাটলারের অধীনে অনুশীলন করবেন না বলে জানিয়েছেন। বাটলার কোচ হিসেবে থাকলে তারা একযোগে পদত্যাগও করবেন বলে জানিয়েছেন। এখনও পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

তবে বিপত্তিটা বেধেছে অন্য জায়গায়। একদিকে বাফুফে তদন্ত করছে অন্যদিকে বাটলারকে দিয়ে অনুশীলনও চালিয়ে যাচ্ছে। অনুশীলনে যে নতুন খেলোয়াড় আসছে তা বাফুফের অনুমতি ছাড়া সম্ভব নয়। গুঞ্জন উঠেছে সাবিনাদের বিকল্প তৈরী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাটলার।

বিজ্ঞাপন

এদিকে বাফুফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা খেলোয়াড়দের থেকে কোচকে বেশি প্রাধান্য দিচ্ছেন। খেলোয়াড়দের সঙ্গে কোচের দ্বন্দ্বের কথা আগে থেকেই জানে বিসিবি। তবুও তাদের সঙ্গে আলোচনা না করেই বাটলারের সঙ্গে চুক্তি করেছে তারা। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে চুক্তি অক্টোবরে শেষ হলেও এখনও নবায়ন করেনি চুক্তি। 

তবে দোষ যার ই হোক,সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের ফুটবল। দুইবারের সাফ জয়ী খেলোয়াড়রা যে অভিযোগ করেছেন তা দেশের বড় একটা গোষ্ঠী ভালোভাবে নেয়নি। তাই খেলোয়াড়দের নিয়ে হচ্ছে সমালোচনা। খেলোয়াড়দের মাঝে কেউ কেউ মেজাজ ধরে রাখতেও ব্যর্থ হচ্ছেন।