বিরাটকে ফেরাতে বাসচালকের পরামর্শ নিয়েছিলেন হিমাংশু
-
-
|

ছবি: সংগৃহীত
হিমাংশু বোধহয় কখনো ভুলতে পারবেন না সেই মুহুর্ত! বিরাট কোহলিকে ফিরিয়ে সেদিন যেই ভঙ্গিতে উদযাপন করেছিলেন তাতেই মনে হয়েছিলো অধরাকে ছুঁয়েছেন রেলওয়েজের হয়ে মাঠে নামা হিমাংশু সাঙ্গোয়ান। রাতারাতি তারকা বনে যান রেলওয়েজের এই বোলার। এবার সেই বোলিংয়ের পেছনের রহস্য নিয়ে উন্মোচন করলেন হিমাংশু।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বেশ প্রস্তুতি নিয়ে নেমেছিলেন ভারতীয় তারকা ব্যাটার কোহলি। লক্ষ্য ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্ম ফেরাতে খানিকটা ঘাম ঝরানো। তবে হিমাংশুর অফস্ট্যাম্প ডেলিভারিটা সামলাতে না পেরে মাত্র ৫ রানে ক্রিজ ছাড়েন তিনি। বিরাটকে ফেরাতে রেলওয়েজের বাসচালকের দেওয়া পরামর্শকে কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন হিমাংশু।
বিরাটকে ফেরানোর ব্যাপারে ভারতীয় গণমাধ্যমকে হিমাংশু বলেন, ‘বাসের চালক আমাকে বলেছিলেন, 'তুমি জানো, তোমার বিরাট কোহলিকে আউট করতে চতুর্থ-পঞ্চম স্টাম্প লাইনে বল করা উচিত, তাহলে সে আউট হয়ে যাবে। আমার আত্মবিশ্বাস ছিল। আমি শুধু নিজের শক্তির ওপর মনোযোগ দিতে চেয়েছিলাম, অন্যের দুর্বলতার ওপর নয়। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছি এবং শেষ পর্যন্ত উইকেট পেয়েছি।’
এসময় তিনি আরো বলেন, ‘ম্যাচের আগে, বিরাট কোহলি ও ঋষভ পন্ত দিল্লির হয়ে খেলবেন কিনা তা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের ড্রেসিংরুমে।। তখন আমরা জানতাম না যে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। আমি রেলওয়ে দলের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলাম। দলের প্রত্যেক সদস্য বলছিল যে তারা মনে করে আমি বিরাট কোহলিকে আউট করব।’
বিরাটকে আউট করে রাতারাতি আলোচনায় আসা হিমাংশু এক সময় দিল্লি স্টেশনে টিকিট পরীক্ষক ছিলেন। ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলে তিনি ছিলেন ঋষভ পন্থের সতীর্থ। কিন্তু দিল্লির সিনিয়র দলে জায়গা হয়নি। বাধ্য হয়ে হরিয়ানায় নাম লেখান তিনি। সেখানেও সুযোগ পেলেন না ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। তার মধ্যেই রেলের চাকরির প্রস্তাব। আর সেখানে চাকরি করার মধ্যেই রেলের হয়ে ক্রিকেট চালিয়ে যান হিমাংশু।