নিজেকে সর্বকালের সেরা খেতাব দিলেন রোনালদো
-
-
|

ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবলে সর্বকালের সেরা খেলোয়াড় কে? এ প্রশ্নের উত্তর যতটা সহজ মনে হয় তার চেয়ে বেশী কঠিন। যে কারণে এতদিন অমীমাংসিত ছিলো এ বিষয়টি। এবার নিজেকেই সেরা বলে ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ৪০তম জন্মদিনের আগে পর্তুগিজ মহাতারকার কথায় অবাক হয়েছেন অনেকে।
ইউরোপের পাঠ চুকিয়ে যখন মরুর দেশ সৌদিতে ফুটবলার হিসেবে নাম লেখান তখন অনেকেই ভেবেছিল রোনালদো হয়তো হারিয়ে যাবেন। কারণ ইউরোপে যতটা ফুটবল নিয়ে চর্চা হয় সৌদিতে ততটা হয় না। তবে সবাইকে চমকে দিয়ে সৌদিতে ফুটবলকে জনপ্রিয় করলেন তিনি। পাশাপাশি ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে বেশ কিছু রেকর্ডও গড়েছেন ‘সিআরসেভেন’ খ্যাত এ মহাতারকা। আল নাসরের জার্সি গায়ে নিজের ক্লাব ক্যারিয়ারের ৭০০তম ম্যাচে জয়ের দেখা পাওয়া রোনালদো সম্প্রতি এক সাক্ষাতকার দেন।
স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতোকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত খেলা ফুটবলারদের মধ্যে আমি সবচেয়ে কমপ্লিট খেলোয়াড়। এটি আমার মতামত। মানুষের পছন্দ বা রুচি নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে আমার মতে এটি আমি। ফুটবলে (মাঠে) আমি সবকিছুই করেছি। আমি ভালো হেড দিতে পারি, সেট-পিসেও ভালো, বাঁ-পায়েও শট নেওয়ার সামর্থ্য আছে, আমি গতিসম্পন্ন, শক্তিশালী এবং ভালো লাফ দিতে পারি।’
নিজেকে সেরার তকমা দিলেও ভুলে যাননি মেসি-পেলেদের কথা। তাদেরকে নিয়ে রোনালদো বলেন, ‘পছন্দ হচ্ছে একটি দিক, আপনি মেসি, পেলে অথবা ম্যারাডোনার কথা বলতে পারেন। আমি অনেকের কাছে তাদের নাম শুনেছি–ও, সেটিকে আমি সম্মান জানাই। কিন্তু ‘‘ক্রিশ্চিয়ানো সেরা নয়’’ এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি সবচেয়ে সম্পূর্ণ একজন। আমার চেয়ে ভালো কাউকে দেখি নাই আমি এবং এটা আমি মন থেকেই বলছি।’
বয়স ৪০-এর ঘরে পা দিলেও এখনই থামার নাম নিচ্ছেন না রোনালদো। পর্তুগালের জার্সি গায়ে এখন পর্যন্ত ২১৭ আন্তর্জাতিক ম্যাচে ১৩৫টি গোল করেছেন তিনি। যদিও তার ঝুলিতে নেই বিশ্বচ্যাম্পিয়ন খেতাব। পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী এই তারকার পেশাদার ক্যারিয়ারে সবমিলিয়ে গোলের সংখ্যা ৯২৩টি।