ভারতের ওয়ানডে দলে নতুন মুখ বরুণ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরুণ চক্রবর্তী

বরুণ চক্রবর্তী

ঘরের মাঠে জস বাটলারদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টিতে বেশ ফর্মে ছিলেন বরুণ চক্রবর্তী। বল হাতে বেশ হিসাবী থাকায় কপাল খুলেছে তার। প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার।

বরুণের দলে জায়গা পাওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানা গেছে, প্রথমে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের দলে নাম ছিল না বরুণের। পরে তাকে নাগপুরে ডেকে পাঠান প্রধান কোচ গৌতম গম্ভীর। সেখানে আজ মঙ্গলবার অনুশীলন করেছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্তদের নেটে বল করেছেন তিনি। ঠিক কী কারণে বরুণকে ডাকা হয়েছে, তা প্রথমে জানা গেলেও পরে সহ-অধিনায়ক শুভমন গিল নিশ্চিত করেন বরুণ চক্রবর্তী দলের সদস্য। এরপরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজের আগে টিম ম্যানেজমেন্ট বরুণকে নেটে দেখতে চেয়েছিল। কারণ ও শুধু সাদা বলের ক্রিকেট খেলে।’

বিজ্ঞাপন

এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি ২৩টি। এই মৌসুমে ভারতের ঘরোয়া ওয়ানডেতে বিজয় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ৬ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি উইকেট তুলে নেন বরুণ। ওয়ানডে দলে তার অর্ন্তভুক্তিতে ভারতের স্পিন অক্ষের জোর আরো বাড়ল। কারণ আগেই দলে আছেন কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, রবিন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দার।

মূলত আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স ও বৈচিত্রময় বোলিং দিয়ে উত্থান হয় বরুণের। তাতে ২০২১ সালে প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন বরণ। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজে প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট নেন তিনি।

বিজ্ঞাপন