চোটের কারণে বাদ পড়লেন অজি অধিনায়ক
-
-
|

প্যাট ক্যামিন্স
চলতি মাসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এরই মধ্যে অংশ নেওয়া সব দেশ নিজেদের স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে। তবে দল ঘোষণার পর ইনজুরি হানা দিয়েছে টিম অস্ট্রেলিয়ার শিবিরে। তাতে নতুন করে প্যাট ক্যামিন্স ও জস হ্যাজেলউডের দলের সঙ্গে থাকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।
অভিজ্ঞ অলরাউন্ডার মিচ মার্শের চোটের কারণে আগেই একটি ধাক্কা খেয়েছে অজিরা। তারওপর ক্যামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতি দলের জন্য আরও চাপ তৈরী করতে পারে। যেহেতু তারা পাকিস্তান এবং দুবাইয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
দলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন অজি কোচ অ্যান্ড্রু ম্যকডোনাল্ড। নতুন ক্যাপ্টেন দরকার হবে জানিয়ে তিনি বলেন, ‘প্যাট ক্যামিন্স কোন ধরনের বোলিং শুরু করতে পারেননি, তাই তিনি খুবই সম্ভবত খেলবেন না, এর মানে হলো আমাদের একটি অধিনায়ক প্রয়োজন। স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড সেই দুইজন, যাদের সাথে প্যাটের বাড়িতে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দল গঠনের সময় আলোচনা করেছি। তারা দুইজনই নেতৃত্বের জন্য আমাদের নজরে থাকবে।’
এসময় তিনি আরো বলেন,‘এরা দুইজন স্পষ্ট পছন্দ। স্টিভ (শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম) টেস্ট ম্যাচে চমৎকার কাজ করেছেন। তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ ভালো কাজ করেছেন। সুতরাং, ক্যাপ্টেন নির্বাচনে ওই দুইজনের মধ্যে যেকোন একজন হবে।’
আগামী কয়েকদিনের মধ্যে মেডিক্যাল রিপোর্ট হাতে পাবেন বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড। তখনই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। অবশ্য আ গামী ১২ তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দল জমা দেওয়ার শেষদিন।