চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শরফুদ্দৌলা
-
-
|

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ের যৌথ আয়োজনে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। বৈশ্বিক এ আসরকে সামনে রেখে ১৫ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে স্থান পেয়েছেন বাংলাদেশী আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আজ এক বিবৃতি দিয়ে আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ১২ জন আম্পায়ারের একটি প্যানেল ৮ দলের বৈশ্বিক এই ইভেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ছয়জন আম্পায়ার ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন।
এবার অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সঙ্গে থাকবেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকারের মতো আম্পায়াররা। সৈকত ছাড়াও মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, অ্যালেক্স ওয়ার্ফ এবং জোয়েল উইলসনরাও থাকবেন এই মঞ্চে যারা সকলেই ২০২৩ সালে ভারত বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। যেখানে ৫টি ম্যাচ পরিচালনা করেছিলেন বাংলাদেশী সৈকত।
ম্যাচ রেফারি প্যানেলের নেতৃত্ব দেবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট। এদের প্রত্যেকই এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারির সম্মানিত সদস্য। বুন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সৈকত। এর আগে গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পারিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। তখন প্রথম বাংলাদেশী হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার কীর্তিও গড়েন তিনি।
আম্পায়ার
কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি
ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।